Barak UpdatesIndia & World UpdatesCultureBreaking News
হাজার কণ্ঠে কিশোর : কলকাতায় সম্মানিত সুজিত কুমার দাস
ওয়ে টু বরাক, ২২ আগস্ট ঃ এ বার কলকাতায় এক অনুষ্ঠানে সম্মানিত হলেন শিলচরের কিশোর অনুরাগী শিল্পী সুজিত কুমার দাস। ১৯ আগস্ট কলকাতার ডানলপ কিশোর কুমার ফ্যানস ক্লাব প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় তাঁকে এই সম্মান জানানো হয়। এ দিন এই সন্ধ্যার আয়োজন করেছিল ডানলপ কিশোর কুমার ফ্যানস ক্লাব কলকাতা ও কিশোর কুমার গ্রুপ কলকাতা। উদ্যোক্তারা এ দিন শিলচর কিশোর কুমার ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক সুজিত কুমার দাসকে কিশোর কুমার অ্যাওয়ার্ড এবং অন্যান্য সম্মানে ভূষিত করে।
সেই অনুষ্ঠানে কিশোরকুমার অ্যাওয়ার্ড সম্মানে অন্যান্যদের মধ্যে ভূষিত হয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী উদয়রাজ, যিনি মহাগুরু কিশোর কুমার জির সঙ্গে বেশ কয়েকটি দ্বৈত সংগীতে কণ্ঠদান করেন। এছাড়া সংগীত শিল্পী আনন্দ ইন্দ্রানী, স্বপন মুখার্জি, অভিজিৎ দাশগুপ্ত, অরুণ সেন, বিশ্বনাথ মুখার্জি, প্রবীর ঘোষ, দেব কুমার ঘোষ এবং উজ্জ্বল গাঙ্গুলিকে সম্মান জানানো হয়।
ওই সভায় বিভিন্ন শিল্পী ও বক্তা শিলচরে অনুষ্ঠিত মহাগুরু কিশোর কুমার জির ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত নানাবিধ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। ‘হাজার কন্ঠে কিশোর’ শীর্ষক অনুষ্ঠানে যেভাবে কয়েক হাজার শিল্পী একসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার গ্যালারিতে কিশোর কুমারের গাওয়া “আজ এই দিনটাকে” এবং “জীবনকে দিন ছোটে সহি” গান দুটি সমবেতভাবে পরিবেশন করেন, তার জন্য বিশেষ সাধুবাদ জানান। এছাড়া শিলচর কিশোর কুমার ফ্যানস ক্লাব এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করায় সভায় উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।