Barak UpdatesHappeningsSportsBreaking News
হাইলাকান্দি সিভিল হাসপাতালে আইসিইউ নির্মাণকাজ সম্পন্ন, এ বার গুরুত্ব স্টেডিয়ামে
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর: হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে আইসিইউ-র নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় এই তথ্য জানানো হয়। ডিডিসি আরকে লস্করের পৌরোহিত্য সভায় আরও জানানো হয়, জেলায় ৪০ থেকে ৫০ বিঘা জমি নিয়ে একটি জেলা স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একটি করে মিনি স্টেডিয়াম পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।
এছাড়া জেলায় পঁচিশ বিঘা জমিতে পৃথক একটি ক্রিকেট স্টেডিয়াম এবং ৮ বিঘা জমিতে একটি সায়েন্স সেন্টার নির্মাণ করা হবে। তবে এইসব প্রকল্প গুলির স্থান এখনও নির্ধারণ করা হয়নি বলে সভায় জানিয়ে দেওয়া হয়। ডিডিসি লস্কর কাটলিছড়ার পলিটেকনিক ভবনের জমা জল সমস্যা নিরসনে পূর্ত ভবন নির্মাণ শাখাকে মাটি ভরাট করার নির্দেশ দেন।
পাশাপাশি কুচিলার আইটিআই ভবনের প্রয়োজনীয় মেরামতি করার নির্দেশও দেওয়া হয় সভায়। স্বাস্থ্যবিভাগের কালিনগর হাসপাতাল এবং বিলাইপুর হাসপাতালে কাজ সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়। পূর্ত এনএইচ শাখার আওতাধীন জামিরা ঘাড়মোড়া, হাইলাকান্দি বাইপাস ইত্যাদি সড়কগুলিতে বেদখল হওয়া জমি উদ্ধার করতে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এইসব সড়কগুলোতে ৪৪টি স্থানে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।জেলা জেলা শিল্প বাণিজ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে, পিএমইজিপি-র ঋণের জন্য অনলাইনে ২৩২টি দরখাস্ত জমা পড়েছে। ওজন ও বৈধ পরিমাপ বিভাগ থেকে জানানো হয়, জেলায় ওজন পরিমাপের গড়মিল সংক্রান্ত নয়টি মামলা পুলিশে দায়ের করা হয়েছে। জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় জেলার সব বিভাগীয় শীর্ষ আধিকারিকরা অংশ নেন।