Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দি সিভিল হাসপাতালে বিনা মাশুলে ডায়ালিসিস চালু
ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বর : হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু হয়েছে৷ রাজ্যের বন, পরিবেশ, আবগারি এবং মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মঙ্গলবার এর উদ্বোধন করেন।
পরে মন্ত্রী শুক্লবৈদ্য ভাষণ দিতে গিয়ে জানান, অ্যাপোলো গ্রুপ-এর স্পন্সরশিপে রাজ্যের কয়েকটি জেলার হাসপাতালে সঙ্গে হাইলাকান্দি জেলার হাসপাতালেও এই পরিষেবা চালু করা হয়েছে। কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিদের এই পরিষেবা লাভ করতে রাজ্যের ন্যাশনাল হেলথ মিশন থেকে প্রত্যেক রোগীর জন্য ১৫১১ টাকা করে হাসপাতালকে দেওয়া হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে বলেই দাবি করেন শুক্লবৈদ্য। জনসাধারণ এই পরিষেবা নিখরচায় পেলেও এতে যে প্রধানমন্ত্রীর উদ্যোগ রয়েছে তা স্মরণে রাখতে জনসাধারণের প্রতি আবেদন জানান মন্ত্রী।
তিনি বলেন, কোভিডের প্রথম আক্রমণের সময় একেকজন রোগীকে সুস্থ করতে রাজ্য সরকারের ৫-৬ লক্ষ টাকা খরচ হয়েছে। প্রথমদিকে আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে যাবার সময় সরকার থেকে যে উপহার সামগ্রী, ফলমূল তুলে দেওয়া হয়েছে তার কথাও স্মরণ করে দেন শুক্লবৈদ্য।
ডায়ালিসিস ইউনিটটির পরিষেবার মান যাতে সব সময় বজায় থাকে সেদিকে দৃষ্টি রাখতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী জানান, সিভিল হাসপাতালের সার্বিক উন্নয়নে আরও বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ এস কে রায় সিভিল হাসপাতালের নির্মীয়মান আইসিইউ-টিও আগামী ১৫-২০ দিনের মধ্যে চালু হবে।
অনুষ্ঠানে জেলাশাসক রোহন কুমার ঝা ডায়ালিসিস ইউনিটির ৫টি বেডের মাধ্যমে রোজ ১২ থেকে ১৫ জন রোগীকে ডায়ালিসিস পরিষেবা দেওয়া যাবে বলে জানান। অনুষ্ঠানে বিধায়ক জাকির হোসেন লস্কর, নুরুল ইসলাম লস্কর, স্বপন ভট্টাচার্য এবং মুন স্বর্ণকার অংশ নেন। শুরুতে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক অরুণাভ চৌধুরী স্বাগত ভাষণ দেন।