Barak UpdatesHappeningsAnalyticsBreaking News
হাইলাকান্দি মেডিক্যাল কলেজের জন্য ভূমি জরিপ ত্বরান্বিত করার দাবি
ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর : চণ্ডীপুর টি এস্টেটে প্রস্তাবিত হাইলাকান্দি জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য ভূমি জরিপ ত্বরান্বিত করার দাবি জানিয়েছে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) হাইলাকান্দি জেলা শাখা এবং স্থানীয় বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন। চণ্ডীপুর টি এস্টেট কর্তৃপক্ষ নীর নিরমল পরিকল্পনা প্রকল্পের কাছাকাছি অবস্থিত ১৫০ বিঘা জমি বরাদ্দ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য জমি চিহ্নিত করতে মুখ্যমন্ত্রী হাইলাকান্দির জেলাশাসককে নির্দেশ দিয়েছেন৷ সেই অনুসারে সার্কেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। চণ্ডীপুর টি এস্টেট কর্তৃপক্ষ সেই সার্কেল অফিসারকেই ই-মেলের মাধ্যমে জমি বরাদ্দ করার বিষয়ে নিশ্চিত করেছেন। জেডিইউ, বিজেপি, এজিপি, সহ স্বেচ্ছাসেবী সংগঠন আরডিএসএসও, বরাক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ফোরাম, বিবেকানন্দ ক্লাব, এবং মন্দিরা রায় ফ্যানস ক্লাব, বরাক ইকোনমিক ওয়েলফেয়ার কাউন্সিলের প্রতিনিধিরা চণ্ডীপুর টি এস্টেট পরিদর্শন করে কর্তৃপক্ষের কাছ থেকে জমি বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন। চন্ডিপুর চাবাগান কর্তৃপক্ষের প্রস্তাবিত জমি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সংযুক্ত৷ উদাহরণ দিয়ে তাঁরা বলেন, পাচগ্ৰাম থেকে ডলিডহর মারগনপুর সরসপুর শিবউত্তর থেকে পাক্বীছড়া পিএমজিএসওয়াই , আলগাপুর – নারায়ণপুর সহ বাঁশবাড়ি, বাগান তেঁতুলতল থেকে করিমগঞ্জ বড়তল হেমারমুখ সড়কের সঙ্গে ভালভাবে সংযুক্ত, যা সমগ্ৰ হাইলাকান্দি জেলা এবং করিমগঞ্জ জেলার কিছু এলাকার মানুষের জন্য সুবিধাজনক৷ তাঁরা যে কোনও জায়গা থেকে সহজেই পৌঁছাতে পারবেন চন্ডিপুর টি চাবাগানের প্রস্তাবিত জমিতে। তাঁরা দাবি করেন, মেগা জল প্রকল্প থাকায় এই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের প্রাচুর্য রয়েছে৷ এ ছাড়াও, ওই জমি প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে যা স্বাস্থ্য পরিবেশ গঠনে সহায়ক হবে।জেডিইউ এবং স্থানীয় দাবিদার কমিটি জেলা কমিশনারের কাছে একটি সরকারি ভূমি জরিপকারী (লাট মন্ডল) প্রেরণের অনুরোধ জানিয়েছে যাতে জমির চূড়ান্ত বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়।