Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দি বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম সম্পন্ন
ওয়ে টু বরাক, ১১ ডিসেম্বর : অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অধীনে আয়োজিত সাংস্কৃতিক মহাসংগ্রামের হাইলাকান্দি বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা সোমবার সম্পন্ন হল। পরবর্তীতে ১৩ ও ১৪ ডিসেম্বর কাটলিছড়া বিধানসভা এবং ১৫ ও ১৭ ডিসেম্বর আলগাপুর বিধানসভার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সোমবার লালায় জেলা যোগী সম্মিলনী ভবনে হাইলাকান্দি বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতার সমাপ্তি হয়। হাইলাকান্দি বিধান সভার অনুষ্ঠান ৮ ও ৯ ডিসেম্বর হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সোমবার লালায় বাদবাকি জিপির অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানের সূচনায় লালা শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। বিধানসভা ভিত্তিক চেয়ারম্যান গৌতম গুপ্ত সবাইকে স্বাগত জানান।
উপস্থিত ছিলেন জেলা সহকারী আয়ুক্ত কিমচিম লাংগং, সুদর্শনপুর কালাছড়া জিপির সভাপতি বিভাস সিংহ, রাজ্যেশ্বরপুর জিপি সভাপতি বিমালাংশু নাথ, বিশিষ্ট লেখক আশিষ রঞ্জন নাথ, জেলা যুব মোর্চার উপসভাপতি জয়ন্ত নাথ, সহকারী খণ্ড উন্নয়ন আধিকারিক হোসেন আহমেদ চৌধুরী প্রমুখ।