Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে রোটারি ক্লাবের প্রতিষ্ঠা দিবসে স্বাস্থ্য শিবির সহ নানা অনুষ্ঠান
ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি: রোটারি ক্লাবের ১১৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী সহ হাইলাকান্দি রোটারি ক্লাবের ১৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়। এদিন হাইলাকান্দি শহরের সর্বশিক্ষা অভিযান মিশন পরিচালিত আবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রীদের মধ্যে এক স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ছয়মাস পর বনবাসী ছাত্রীরা আবার এই প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে এলে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় ক্লাবের পক্ষ থেকে। কিছু ছাত্রীর শরীরে রক্তাল্পতা ধরা পড়েছে। চর্মরোগও রয়েছে কয়েকজনের দেহে। হাইলাকান্দি শহরের বর্ষীয়ান চিকিৎসক তথা ক্লাবের প্রাক্তন সভাপতি ডঃ পি কে মজুমদার প্রাথমিক পরামর্শ দেন৷
এদিন ক্লাবের পক্ষ থেকে সেন্টারের লাইব্রেরির জন্য কিছু বই উপহার দেওয়া হয়। এছাড়াও শিশুদের মধ্যে চকলেট ও কেক বিতরণ করা হয়। ক্লাব সভাপতি শংকর চৌধুরী জানান, রোটারি ক্লাব শিশু সুরক্ষা ও পড়াশোনার ওপর বিভিন্ন কার্যসূূূূচি গ্রহণ করে থাকে।
তাঁরা এই দিন আবাসিক পড়ুয়াদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের শারীরিক বিকাশ সহ বিজ্ঞানসম্মত ভাবে জীবনযাপন করতে পরামর্শ দেয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সমীরণ পাল, আগামী বছরের সভাপতি কানাইয়া সারদা, ক্লাব এডিটর বিজয়িনী ভট্টাচার্য, লিটারেসি চেয়ারম্যান
দেবাশিস গুহ ঠাকুরতা ছাত্রীদের হাতে কিছু খাদ্যসামগ্রী ও বই তুলে দেন। এদিকে, এদিন সন্ধ্যায় হাইলাকান্দি রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মানসকান্তি দাস কে তাঁর বাড়ি গিয়ে ক্লাবের পক্ষ থেকে সম্মান জানানো হয়।