Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দির মাটিজুরি ও বোয়ালিপারে অর্থনৈতিক সবলীকরন শিবির

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলার মাটিজুরি-পাইকান গাঁও পঞ্চায়েত কার্যালয় এবং বোয়ালিপার সিনিয়র মাদ্রাসায় শনিবার দুটি অর্থনৈতিক সবলীকরণ শিবির অনুষ্ঠিত হয়.। এতে জনসাধারণকে বিভিন্ন বিভাগীয় সরকারি প্রকল্প গুলির আওতায় আনতে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর উদ্যোগে যে অর্থনৈতিক সবলীকরণ শিবির আয়োজন চলছে তার অঙ্গ হিসেবে শনিবার এই দুইটি শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই শিবির গুলিতে জনসাধারণকে বিভিন্ন অর্থনৈতিক সবলীকরণ যোজনার আওতায় আনার প্রচেষ্টা চালানো হচ্ছে।অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলায় এই ধরনের অর্থনৈতিক সবলীকরণ যোজনা কার্যকর করা হচ্ছে। এতে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনা যেমন জন ধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা, অটল পেনশন যোজনা, স্বনিধি লোন, সেলফ হেল্প গ্রুপ গুলির লোন, আধার কার্ড সংযুক্তিকরণএবং মুদ্রা যোজনার মত কর্মসূচির আওতায় জনসাধারণকে নিয়ে আসা হচ্ছে। শনিবার মাটিজুরি- পাইকান জিপির শিবিরে পিএমজেজিওয়াই এর ৩৭৯ টি একাউন্ট, জীবনজ্যোতি বীমা যোজনার ৮৯৯ টি একাউন্ট ,অটল পেনশন যোজনার ৪৮ টি একাউন্ট,আঁধারের ৪৭৯ টি এবং আয়ুষ্মান ভারত কার্ড এর ১১৩ টি অ্যাকাউন্ট খোলা হয়। অনুরূপভাবে বোয়ালিপাড়ের শিবিরে পিএমজেজিওয়াই এর ১৫৬ টি জীবন জ্যোতি বীমা যোজনার ৬৬ টি অটল পেনশন যোজনার ৭টি, আধারের ৩০১ টি, কার্ড চালু করে দেওয়া হয়। উল্লেখ্য হাইলাকান্দি জেলার মোট ৬২টি জিপির সব কয়টিতে আগামী ছয় মাসে একটি করে অনুরূপ শিবির অনুষ্ঠিত হবে। উল্লেখ্য উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ২০২০ সালে ডিপার্টমেন্ট অফ ফাইনান্সিয়াল সার্ভিসে উদ্যোগে দেশের ৪০ টি জেলায় এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। ২০২১ সালে ১১২ টি জেলায় এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। ২০২৩ সালে হাইলাকান্দিতে অনুরূপ অর্থনৈতিক সবলীকরণ যোজনা চালু করা হয়েছে। আগামী ছয় মাস জেলাজুড়ে এই কর্মসূচি চলবে। আগামী ২৪ ফেব্রুয়ারি দারিয়াঘাট- বাকিছড়া জিপি, ঘাড়মোড়া -বাগেছড়া এবং জামিরা জিপিতে পরবর্তী শিবির অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন থেকে ওই অঞ্চলের লোকদেরকে ওই শিবির গুলির সুযোগ দেবার আবেদন জানানো হয়েছে।
ছবি বোয়ালিপারে অর্থনৈতিক সবলীকরন শিবিরের দৃশ্য শনিবার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker