Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির প্রিন্টিং প্রেসমালিকদের প্রতি প্রশাসনের নির্দেশনা

ওয়েটুবরাক, ১৪ এপ্রিল : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারপত্র, পাম্পলেট, ব্যানার, পোস্টার ইত্যাদি প্রিন্টের ক্ষেত্রে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন এর ১২৭ (ক) ধারা কঠোরভাবে মেনে চলতে হবে। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জারি করা এক আদেশে এই কথা বলা হয়েছে । এই আদেশে বলা হয়েছে, কোনও ব্যক্তি প্রকাশকের নাম ছাড়া নির্বাচনী পাম্পলেট, পোস্টার ইত্যাদি মুদ্রণ করতে পারবেন না। কোনও ব্যক্তি প্রকাশকের নামের ঘোষণা ছাড়া এবং দুইজন সনাক্তকারীর ঘোষণা ছাড়া কোনও কিছু মুদ্রণ করতে পারবেন না। এই ঘোষণার কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। পঞ্চায়েত নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট সেলের ইনচার্জ এডিসি এক আদেশে জনপ্রতিনিরিত্ব আইনের এই সংশ্লিষ্ট ধারাটি কঠোরভাবে মেনে চলতে আদেশ জারি করেছেন।