Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির পর কাছাড়েও সোয়াইন ফ্লুতে শিশুর মৃত্যু
ওয়েটুবরাক, ৭ মেঃ তিনদিন আগেই হাইলাকান্দিতে সোয়াইন ফ্লুর আক্রমণে প্রাণ হারিয়েছিল পনেরো মাসের এক শিশু। মঙ্গলবার কাছাড় জেলাতেও থাবা বসাল এই ফ্লু। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, সোয়াইন ফ্লুর শিকার জেলার প্রথম মৃতের বয়স মাত্র চার মাস। উত্তর কৃষ্ণপুরের বাড়ি থেকে গত ১৪ এপ্রিল তাকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। প্রথমে জ্বরে ভুগছিল শিশুটি। পরে নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়। পরীক্ষা করে তার শরীরে সোয়াইন ফ্লুর জীবাণু ধরা পড়ে।
বরাক উপত্যকায় তিনদিনের ব্যবধানে দুই শিশুর সোয়াইন ফ্লুতে প্রাণহানির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যকর্তারা অবশ্য জানিয়েছেন, উদ্বেগের চেয়ে সতর্কতা বেশি জরুরি। বিভাগীয় তরফে তাঁরা তদারকি অব্যাহত রেখেছেন। আক্রান্তদের বাড়়িঘর এবং এলাকায় বিশেষ নজরদারি রয়েছে। তবে নতুন কোনও রোগী ধরা পড়েনি। এই সময়ে সোয়াইন ফ্লুতে ভুগে আরও দুই শিশু শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আরেক শিশু সুস্থ হয়ে দুইদিন আগেই বাড়ি ফিরেছে।