Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির দুই বিধানসভা কেন্দ্রে খোলা হচ্ছে ছয়টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র
ওয়েটুবরাক, ২২ মার্চ: মহিলা ভোটারদের ভোট দানে আরও উৎসাহিত করতে হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্র এলাকায় সম্পূর্ণ মহিলা পরিচালিত ছয়টি ভোটগ্রহণ কেন্দ্র খুলছে হাইলাকান্দি জেলা প্রশাসন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । হাইলাকান্দি জেলা প্রশাসনের পার্সোনাল সেলের অফিসার ইনচার্জ তথা অতিরিক্ত ডিস্ট্রিক্ট কমিশনার এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেন, জেলার দুইটি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটকেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যে উপযুক্ত স্থান চিহ্নিত করা হয়েছে । পার্সোনাল সেলের অফিসার ইনচার্জ ত্রিদীপ রায় জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জেলায় পুরোপুরি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র স্থাপনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে । মহিলা ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ কর্মী থেকে শুরু করে পুলিশ সবাই থাকবেন মহিলা। বুথগুলো লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং নির্বাচনী প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে। তাছাড়া এ ধরনের পদক্ষেপ গ্রহণের ফলে ভোটদান প্রক্রিয়া কেবল মহিলাদের জন্য সহজতর, ঝামেলা-মুক্ত এবং সুরক্ষিত করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি সংখ্যক মহিলা ভোটারকে ভোটকেন্দ্রে আকৃষ্ট করবে। মহিলা পরিচালিত ভোটকেন্দ্রগুলো হচ্ছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের রুম নম্বর ১ পিএস নম্বর ৬২, রুম নম্বর ২ পিএস নম্বর ৬৩, রুম নম্বর ৩ পিএস নম্বর ৬৪, রুম নম্বর ৪ পিএস নম্বর ৬৫ এবং আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের প্রেম লোচন হায়ার সেকেন্ডারি স্কুলের রুম নম্বর ১ পি এস নম্বর ৫১;এবং রুম নম্বর ২ পি এস নম্বর ৫২।