Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে সরকারি ধান সংগ্রহ শুরু
ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর : লালাবাজারের এফসিআই কেন্দ্রে হাইলাকান্দি জেলার সরকারি ধান সংগ্রহ বুধবার থেকে শুরু হয়েছে। জেলাশাসক নিসর্গ হিবরে গৌতম বুধবার এই সংগ্রহের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন। লালা বাজারের এফসিআই গোডাউনে কৃষি ও সরবরাহ বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই কাজের সূচনা করা হয়।
উল্লেখ্য, জেলায় মোট চার হাজার মেট্রিক টন ধান সরকার নির্ধারিত কুইন্টাল প্রতি ২০৪০ টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩০ জনেরও বেশি প্রগতিশীল কৃষক ধান বিক্রয়ের জন্য কৃষি বিভাগের কাছে রেজিস্ট্রেশন করেছেন। এফসিআইর কাছে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রয়ের জন্য নিকটবর্তী কৃষি বিভাগের এডিও অথবা ওদের সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করানোর জন্য কৃষি বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে অ্যনেক্সার টু সংগ্রহ করতেও কৃষকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বুধবারের ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে জেলার কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরীও উপস্থিত ছিলেন।
এ দিকে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে ক্রয়-বিক্রয় অথবা এই বিক্রয়ের কাজে কোনও মধ্যস্থ ব্যক্তির অন্তর্ভুক্তি ঘটলে প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।