Barak UpdatesHappeningsBreaking News
সোয়াইন ফিভার : হাইলাকান্দিতে শূকর এবং শূকরের মাংস নিয়ে চলাফেরা নিষিদ্ধ
ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর : কাটলিছড়া ব্লকের আপিন গ্রান্ট এলাকায় শূকরের শরীরে আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে৷ তাই হাইলাকান্দি জেলায় শূকর এবং শূকরের মাংস নিয়ে চলাফেরা এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আফ্রিকান সোয়াইন ফিভারের কথা পশুপালন বিভাগ নিশ্চিত করার পরই জেলা ম্যাজিস্ট্রেট তথা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান নিসর্গ হিবারে শনিবার এই নির্দেশ জারি করেছেন।
এতে বলা হয়েছে, জেলার ইন্টার ডিস্ট্রিক্ট এবং ইন্টার স্টেট এলাকায়ও এই আদেশ কার্যকর থাকবে। শূকরের খাদ্য হুইপ ব্রেন, রাইস ব্রেন, রাইস পোলিশ ইত্যাদি বিক্রি কেবল রেজিস্টার্ড ট্রেডাররা করতে পারবেন বলে এই আদেশে জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, কোনও ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান সংক্রামিত এলাকায় কোনও ধরনের পশুধনের মেলা বা হাটবাজার আয়োজন করতে পারবে না। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের সংশ্লিষ্ট ধারায় জারি করা এই আদেশ অমান্য করলে এক বছরের সশ্রম কারাদণ্ড সহ জরিমানা অথবা উভয় দণ্ডের সংস্থান রয়েছে বলে শনিবার জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে।।