Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে রবিবার নানা কর্মসূচিতে জেলা দিবস পালন
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠা দিবস হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১ অক্টোবর বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল ৯ টায় জেলার ১৯টি চা বাগানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এরপর সকাল সাড়ে নয়টায় শহরের জাতীয় শহিদ স্মারক স্থলে পঞ্চ প্রাণের শপথ এবং বীরো-কা বন্ধন অনুষ্ঠান। সকাল ৯টা ৫০ মিনিটে শহিদ বেদী, অফিসারস ক্লাব এবং ডিসি অফিসের প্রাঙ্গণে বৃক্ষরোপণ। ১১টায় দেওয়াল চিত্র অঙ্কন এবং হাসপাতাল, বৃদ্ধ আবাস ইত্যাদিতে ফলমূল বিতরণ, সাড়ে ১১টায় ডিসি অফিস থেকে এসএস কলেজ অভিমুখে একটি শোভাযাত্রা বেরোবে। এরপর বেলা ১টায় এসএস কলেজ অডিটোরিয়ামে কেন্দ্রীয় অনুষ্ঠান এবং সেমিনার। বিষয়বস্তু “আজকের বিশ্বায়নে জেলার ভবিষ্যৎ” । বিকেল দুইটায় হাইলাকান্দি জেলা কারাগারে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিকেল ৪ টায় ডিএসএ গ্রাউন্ডে ডিস্ট্রিক্ট কমিশনার একাদশ বনাম ডিএসএ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। উল্লেখ্য এ নিয়ে প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো জেলা দিবস পালন করা হচ্ছে।