Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে ভোটকেন্দ্রে মৃত্যু ভিডিপি কর্মীর

ওয়েটুবরাক, ২৬ এপ্রিল: ভোটের দিন বলে ভোর হতেই ঘর থেকে বেরিয়েছিলেন ফারুক হোসেন লস্কর ৷ হাইলাকান্দি জেলার আসাম-মিজোরাম সীমান্তবর্তী গল্লাছড়া এলাকার গ্রাম রক্ষী বাহিনী (ভিডিপি) কর্মী৷ সরকারি তরফে লোকসভা নির্বাচনে ভিডিপি কর্মীদের কোনও দায়িত্ব দেওয়া না হলেও ফারুক রামনাথপুর থানার গল্লাছড়া এলপি স্কুল ভোটকেন্দ্রে ভোর থেকেই উপস্থিত ছিলেন ৷ স্থানীয় জনতাকে ভোট দানে সহযোগিতার পাশাপাশি প্রয়োজনে পুলিশের পাশে দাঁড়ানোই লক্ষ্য ছিল তাঁর৷ কিন্তু সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হতেই অঘটন ঘটে৷ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে প্রাণ হারান ৪৩ বছর বয়সী ফারুক হোসেন৷

এই ঘটনায় ভোটকেন্দ্রে এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। ভিডিপির হাইলাকান্দি জেলার মুখ্য উপদেষ্টা অমিত দাস জানান, গত বছর ফারুক জেলার সেরা ভিডিপি কর্মী হিসেবে সম্মানিত হয়েছিলেন৷ গুয়াহাটিতে ডেকে নিয়ে রাজ্য সরকার তাকে সম্মানিত করে৷ গল্লাছড়ায় অসম-মিজোরাম সীমান্তে তাঁর বাড়ি৷ নানা প্রতিকূলতার মধ্যেই তাকে ভিডিপির দায়িত্ব পালন করতে হতো৷ মাদক বিরোধী অভিযানে পুলিশকে নানাভাবে সাহায্য করেছেন ফারুক৷ অমিতবাবু বলেন, তার পরিবারকে আর্থিক সাহায্যের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আর্জি জানাবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker