Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে বিনা মাশুলে গাড়ি চালানোর প্রশিক্ষণের জন্য দরখাস্ত আহ্বান
ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর: হাইলাকান্দির প্রতিটি বিধানসভা কেন্দ্রের ৫০ জন যুবককে পরিবহন বিভাগের উদ্যোগে গাড়ি চালানোর দক্ষ প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার হাইলাকান্দিতে জেলা পথ সুরক্ষা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক রোহন কুমার ঝার পৌরোহিত্যে সভায় দক্ষ ড্রাইভিং প্রশিক্ষণ নিতে ইচ্ছুক যুবকদেরকে আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে দরখাস্ত জমা দিতে বলা হয়েছে। বিনামূল্যের এই প্রশিক্ষণ নিতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর এবং অষ্টম শ্রেণী পাস।
সভায় জেলার দুর্ঘটনাপ্রবণ বলে শনাক্ত হওয়া ব্ল্যাকস্পট গুলির রেকর্ড পূর্ত সড়ক বিভাগের কাছে সমঝে দিতে পরিবহন বিভাগকে বলা হয়, যাতে পূর্ত সড়ক বিভাগ থেকে এই সব এলাকায় দুর্ঘটনা এড়াতে সাংকেতিক চিহ্ন লাগানো যায়। পাশাপাশি স্বাস্থ্য বিভাগকেও সভায় দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির কাছাকাছি হাসপাতালগুলিকে সতর্ক করে দেওয়া হয়, যাতে করে এইসব ব্ল্যাকস্পটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পতিত হলে দ্রুত চিকিৎসা পাওয়া যায়। সভায় জানানো হয়, চলতি বছরের প্রথম আট মাসে জেলায় ৮৬টি দুর্ঘটনা সংগঠিত হওয়ার ফলে ২৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৮২ জন আহত হয়েছেন। জেলা পরিবহন আধিকারিক সৈয়দ রফিকুল মান্নান জানান, ড্রাইভিং প্রশিক্ষণের জন্য বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ড ,বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড এবং স্কুল সার্টিফিকেট দেওয়া যাবে। ঠিকানার প্রমাণপত্র হিসেবে সচিত্র ভোটার পরিচয় পত্র (ভোটার আইডি), আধার কার্ড, পাসপোর্ট দেওয়া যাবে।