Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে সরকারি-বেসরকারি বহু সংস্থার উদ্যোগে পরিবেশ দিবস পালন

ওয়েটুবরাক, ৫ জুন: হাইলাকান্দি জেলা প্রশাসন, জেলা বনবিভাগ সহ বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে আজ শনিবার হাইলাকান্দি জেলায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। জেলা জুড়ে বৃক্ষরোপণের পাশাপাশি কোভিড নিয়ে সচেতনতা সভাও অনুুুষ্ঠিত হয়।

হাইলাকান্দি জেলা বনবিভাগের মণিপুর রেঞ্জ অফিসে এক অনুুুষ্ঠানের আয়োজন করা হয় ।। এ উপলক্ষে মণিপুর রেঞ্জ অফিসের ওষুধি গাছের বাগান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়৷ ছিল আলোচনা সভাও। রেঞ্জ অফিসার অভিজিৎ নাথ তাতে পৌরোহিত্য করেন৷ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কে রায় কলেজের অধ্যাপক ড. দেবজিৎ দে৷ বহু বিশিষ্ট ব্যক্তি এই  অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহবান জানান ।

এর আগে সকালে কাটলিছড়া বাইপাসের ওভারব্রিজ এলাকায় বৃক্ষরোপণ কার্যসূচির মাধ্যমে ‘সবুজ হাইলাকান্দি প্রকল্পে’র সূচনা হয়।।  অধ্যাপক দেবজিৎ দে-র পরিচালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে কোভিড প্রটোকল মেনে গাছের চারা রোপণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ বিনয়ভূষণ নাথ, ড. হিফজুর রহমান লস্কর, কাটলিছড়া থানার ওসি তানবীর আহমেদ, রেঞ্জ অফিসার অরিজিৎ নাথ, দীপক কান্তি আইচ, গৌতম গুপ্ত প্রমুখ ।

No description available.হাইলাকান্দি রোটারি ক্লাব জেলা সদরের পথচারী সহ যানচালকদের মধ্যে তুলসি গাছের চারা বিতরণ করে। এদিন সন্ধ্যায় ক্লাব সভাপতি শংকর চৌধুরীর পরিচালনায় সামাজিক মাধ্যমে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে মুখ্য বক্তা হিসেবে অংশ নেন আসাম ইন্জিনিয়ারিং কলেজের অধ্যাপক তথা এসটেকের প্রাক্তন ডিরেক্টর ডঃ অরূপ মিশ্র।

লায়ন্স ক্লাব অব লালা এদিন লালা রুরাল কলেজে বৃক্ষরোপণ, মাস্ক, স্যানিটাইজার বিতরণ, কোভিড নিয়ে আলোচনা সভা ইত্যাদি কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করে। লায়ন্স ক্লাব অব লালার সভাপতি দিলীপ কংসবণিক এতে পৌরোহিত্য করেন৷ আমন্ত্রিত অতিথি ছিলেন লালার চক্র আধিকারিক কৃষ্ণ অর্জুন বর্মন, হাইলাকান্দির এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুর্চনা মালাকার, লালা রুরাল কলেজের অধ্যক্ষ ড. তনুজ দে , লায়ন্স ক্লাব সম্পাদক নুরুল মজুমদার, স্বপন সিংহ, নুরুল হুদা চৌধুরী, মনোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক মানস সিনহা, ফকর উদ্দিন মজুমদার প্রমুখ৷ তাঁরা  বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ পথচারীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করেন ।। হাইলাকান্দি জেলা গ্রামরক্ষী বাহিনী লালামুখ বাগানে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে অক্সিজেনের সংকট মোচনে ব্যাপকহারে বৃক্ষরোপণের আহবান জানান জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়দীপ শুক্লা। তাছাড়া গাছের চারা রোপণ করেন ভিডিপির উপ-উপদেষ্টা অমিতরঞ্জন দাস, জিপি সভাপতি বিশ্বপ্রিয় সেন প্রমুখ।

হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চাও জেলা সদর, লালা শহর সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এদিন পরিবেশ দিবস উদযাপন করা হয় । অসম গণ পরিষদ দলের ছাত্র সংগঠন অসম ছাত্র পরিষদ কাটলিছড়া সার্কল অফিস, কাটলিছড়া থানা সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে। এতে অন্যান্যদের মধ্যে কাটলিছড়া সার্কল অফিসের অ্যাটাচড অফিসার ম্যাজিস্ট্রেট রৌজি, অসম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য উমর ফারুক লস্কর, সহিদ আহমেদ হাজারি প্রমুখ উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker