Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে ডিসি অফিসের কর্মীদের কোভিডের বুস্টার ডোজ
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি : হাইলাকান্দি জেলায়ও গত ১০ জানুয়ারি থেকে কোভিড প্রতিরোধে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার কাজ জোর গতিতে এগিয়ে চলেছে। জেলার স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন বা প্রথম সারির কোভিড যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ও বিভিন্ন রোগের উপসর্গ থাকা ব্যক্তিদের জন্য এই ভ্যাকসিন দেওয়ার কাজ জেলা জুড়ে চলছে।
এদিকে, জেলাশাসকের কার্যালয়ের কর্মচারীদেরকেও ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে বৃহস্পতিবার বুস্টার ডোজ দিতে জেলাশাসকের কার্যালয়ে বুস্টার ডোজ প্রদানের এক বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এতে এডিসি (স্বাস্থ্য) সহ ডিসি অফিসের স্টাফ, পুরসভার কর্মচারীদেরকেও বুস্টার ডোজ প্রদান করা হয়। উল্লেখ্য, স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্ব কমরবিডিটি লোক যারা আগে কোভিডের দুইটি ভ্যাকসিন নিয়েছেন এবং ইতিমধ্যে নয় মাস বা ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হয়েছে কেবল তাদেরকেই এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। জেলায় এই বুস্টার ডোজ আগামীতেও দেওয়া হবে।
জেলাশাসকের কার্যালয় এবং জেলার প্রাইমারি হেলথ সেন্টার গুলিতেও এধরনের বুস্টার ডোজ প্রদানের শিবির চলবে। বর্তমানে কোভিডের প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ায় এবং কোভিডের নতুন পর্যায় ওমিক্রনের আক্রমণ প্রতিরোধ করতে এই বুস্টার ডোজ কার্যকরী থাকবে। তাই জনসাধারণকে এই বুস্টার ডোজ নেবার জন্য প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।