Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে জমি বিক্রয়ের এনওসি বন্ধ হয়নি
ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর: হাইলাকান্দি জেলায় জমি বিক্রয়ের এনওসি বা ছাড়পত্র প্রশাসন থেকে বন্ধ করা হয়নি । একাংশ জনসাধারণ জেলায় জমি বিক্রি প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে যে অপপ্রচার চালাচ্ছে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়ায় এই তথ্য জানানো হয়েছে । সদর-এ এসডিও মানস জ্যোতি নাথ জানিয়েছেন, ২০১৭ সালের ৩১ অক্টোবর সরকারের জারি করা আর আর জি ১২/২০১২/১ এক নম্বরের গাইডলাইন অনুযায়ী জমি বিক্রয়ের সব দরখাস্ত এওসির জন্য প্রসেস করা হয়ে থাকে এখনও । এই গাইডলাইন অনুযায়ী এনওসির দরখাস্ত সংশ্লিষ্ট রাজস্ব সার্কেল অফিসারের কাছে দাখিল করতে হয় ।
বিবৃতিতে যে সব ডকুমেন্ট সঙ্গে দিতে হয় তাও জানিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে ক্রয়-বিক্রয়কারীকে তাদের ফটো, জমির সর্বশেষ খাজনার রসিদ, ক্রেতার নাগরিকত্ব প্রমাণের জন্য ১৯৭১ সালের ভোটার তালিকা এবং এর লিংকেজ, বিক্রেতার জমির পাট্টা অথবা জমাবন্দি, ক্রেতার অ্যাফিডেভিট এবং ফটো যুক্ত পরিচয় পত্র, অ্যাটর্নি হোল্ডার হলে পাওয়ার অফ অ্যাটর্নি এবং এর অনুকূলে অ্যাফিডেভিট ক্রেতা-বিক্রেতার প্যান কার্ড ও টানকার্ড, গ্রামীণ এলাকার ক্ষেত্রে ৫০০ টাকা এবং শহরাঞ্চলের জন্য এক হাজার টাকার ট্রেজারি চালান সহ নির্ধারিত ফরমে দরখাস্ত জমা দিতে হবে সার্কেল অফিসারের কাছে। জমা দেওয়া দরখাস্ত জেলাশাসকের কাছে ল্যান্ড রেভিনিউ স্টাফ-এর প্রতিবেদন ও ট্রেস ম্যাপের সঙ্গে পাঠানো হবে ।
এ ধরনের সব দরখাস্তের অগ্রগতি প্রতি শুক্রবার মূল্যায়ন করে যোগ্য দরখাস্তগুলিকে এনওসি দেওয়া হবে । ত্রুটিপূর্ণ দরখাস্তগুলি রিজেক্ট করা হবে অথবা সার্কেল অফিসারের কাছে সংশোধনের জন্য পুনরায় প্রেরণ করা হবে ।রিজেক্ট করা দরখাস্ত গুলি সার্কেল অফিসার মারফত দরখাস্তকারীকে জানিয়ে দেওয়া হবে ।জমি বিক্রয়ের সরকারি গাইডলাইন গুলি যথাযথভাবে প্রয়োগের জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।