Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে এফসিআইর কাছে ধান বিক্রির জন্য তিন মোবাইল নম্বর
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি : হাইলাকান্দি জেলায়ও আসাম সরকারের উদ্যোগে ভারতীয় খাদ্য নিগম মারফৎ চলতি বছরের খারিফ মরসুমে কৃষকদের উৎপাদিত প্রয়োজনের অতিরিক্ত ধান ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ উদ্দেশ্যে নিজ নিজ অঞ্চলের কৃষি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে কৃষকদের নাম পঞ্জীয়ন এর কাজ চলছে। অতিরিক্ত ধান বিক্রি করতে ইচ্ছুক কৃষকরা কৃষিজমির নথিপত্র যেমন জমাবন্দি, পাট্টার কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণপত্র সহ যে সকল কৃষকের পি এম কিষানের র কাগজ আছে, তাদের পিএম কিষান প্রাপ্তির প্রমাণ ইত্যাদি নিয়ে নিজ এলাকার কৃষি সম্প্রসারণ সহায়ক, কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে নাম পঞ্জীয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে ।
প্রমাণপত্র দাখিলের পর কৃষি উন্নয়ন আধিকারিকগণ কৃষকদের একটি কৃষক প্রমাণ পত্র প্রদান করবেন। কৃষকদের সেই কৃষক প্রমাণপত্র এবং বিক্রির জন্য মজুদ রাখা ধানের এক কিলোগ্রাম পরিমাণ ধানের নমুনা নিয়ে ভারতীয় খাদ্য নিগমের লালার উমেদনগর বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছ। এরপর ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষের দেওয়া তারিখ অনুসারে ধান বিক্রির জন্য নিয়ে যেতে হবে। প্রতি কুইন্টাল ধান বাবদ সরকার ১৯৪০ টাকা বিক্রয় মূল্য ধার্য করেছে। জেলার যোগ্য কৃষকগণকে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ ক্রমে নাম অন্তর্ভুক্তির জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ উদ্দেশ্যে কৃষি বিভাগের পাঁচগ্রাম , বোয়ালিপার ও কাটলিছড়া খণ্ড উন্নয়ন আধিকারিকের অফিসে টি রজক (7002549558) এর সঙ্গে যোগাযোগ করা যাবে। হাইলাকান্দি খণ্ড ও মনিপুর খণ্ড উন্নয়ন আধিকারিক এর অফিসে সমীর মেধী (7085334946) , লালা সদর ও লালাবাজার খণ্ড উন্নয়ন আধিকারিক অফিসের জন্য সীমান্ত দাস (8876047312) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জেলার কৃষক বন্ধুদেরকে এব্যাপারে সহযোগিতার আবেদন জানিয়েছেন।