Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে এনকাউন্টার, গুলিতে নিহত মাফিয়া আব্দুল আহাদ চৌধুরী
ওয়েটুবরাক, ১ মে : পুলিশের গুলিতে মৃত্যু হল আব্দুল আহাদ চৌধুরীর৷ শনিবারই তাকে সুতারকান্দির বাড়ি থেকে গ্রেফতার করেছিল হাইলাকান্দি পুলিশ৷ হাইলাকান্দিতে পৌঁছনোর পর রুটিন চেকআপের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ পুলিশ জানায়, হাসপাতাল থেকে আচমকা পালিয়ে যায় আহাদ৷ পরে তার সন্ধানে গোটা হাইলাকান্দি চষে বেড়ান তারা৷ গোয়েন্দারাও তৎপর হয়ে ওঠেন, ছড়িয়ে পড়েন এদিকে-ওদিকে৷
খবর আসে, আহাদ লক্ষীনগরে আত্মগোপন করেছে৷ রাতে করিমগঞ্জ পালাবে৷ পুলিশও তাকে পথে আটকানোর পরিকল্পনা আঁটে৷ পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, রাত দেড়টায় আহাদ একটি বাইকে চেপে পালাচ্ছিল৷ পুলিশ তাকে আত্মসমর্পণ করতে আহ্বান জানালে সে তাদের লক্ষ্য করে গুলি চালায়৷ পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ তখন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়৷ অজ্ঞাতপরিচয় বাইকচালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহাদ রাস্তায় পড়ে যায়৷
পুলিশ তাকে তুলে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ ভূমাফিয়া, কয়লা মাফিয়া হিসাবে অভিযুক্ত আব্দুল আহাদ চৌধুরীর মৃতদেহ এই সময়ে হাইলাকান্দি সিভিল হাসপাতালের মর্গে রয়েছে৷