Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে অতিরিক্ত ১৯টি আধার সেন্টার চালু
ওয়েটুবরাক, ৩০ আগস্ট : হাইলাকান্দি জেলায় অতিরিক্ত আরও ১৯টি আধার কেন্দ্র চালু হয়েছে। হাইলাকান্দির জেলাশাসক রোহনকুমার ঝা বলেন, জেলায় আধার পঞ্জীয়ন ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলতে জেলায় অতিরিক্ত উনিশটি কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে, উজানকুপার ভাটিরকুপা সমবায় সমিতি, বোয়ালিপারের রাঙ্গাউটি সমবায় সমিতি, মাটিজুরি সমবায় সমিতি, লালা শহরের তিন নম্বর ওয়ার্ডের ধনিপুর সমবায় সমিতি, নিতাইনগর জিপির সমবায় সমিতি, কালিনগর সমবায় সমিতি এবং হাইলাকান্দির পুরসভা কার্যালয়ে আধার কেন্দ্র চালু হয়েছে। পাশাপাশি নিশ্চিন্তপুর সমবায় সমিতি, আয়নাখাল সমবায় সমিতি, মোহাম্মদপুর নিজবার্নারপুর সমবায় সমিতি, মোহনপুর সমবায় সমিতি, রাজ্যেশ্বরপুর সমবায় সমিতি এবং আলগাপুর সমবায় সমিতির কার্যালয়েও আধার এনরোলমেন্ট শুরু হয়েছে।
এছাড়া রংপুর সমবায় সমিতি, ধলাই কাটলিছড়া সমবায় সমিতি, মনিপুর সমবায় সমিতি, জামিরা সমবায় সমিতি, ধলাই-মলাইর হেলথ সাব সেন্টার এবং মোহনপুর কম্যুনিটি হেলথ সেন্টারেও আধার এনরোলমেন্ট সেন্টার খোলা হয়েছে বলে জেলা জনসংযোগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।