India & World UpdatesHappeningsBreaking News
হরিয়ানায় বিষমদ প্রাণ কাড়ল ১৯ জনের
ওয়েটুবরাক, ১২ নভেম্বর : হরিয়ানায় বিষমদ খেয়ে প্রাণ হারালেন ১৯ জন। তাঁরা মান্দেবাড়ি, ফুসগড়, সারণ গ্রামের বাসিন্দা। মৃতদের মধ্যে পরিযায়ী শ্রমিকরাও রয়েছেন।
এই ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা মদ বিক্রেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই বিষ মদ বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন আবার কংগ্রেস নেতার ছেলে। জননায়ক জনতা পার্টির এক নেতার ছেলেকেও ঘটনায় জড়িত জড়িত থাকার অভিযোগে ধরে আনা হয়েছে।
বিষমদে মৃত্যুর এই ঘটনায় বিরোধীরা মনোহরলাল খট্টর সরকারের সমালোচনা শুরু করেছে। বিরোধীদের দাবি, পুরনো ঘটনা থেকে শিক্ষা না নেওয়াই এতগুলো মৃত্যুর কারণ।
গ্রামবাসীরা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত। প্রাণহানির আশঙ্কায় প্রকাশ্যে মদ বিক্রেতাদের বিরুদ্ধে কিছু বলতেও ভয় পাচ্ছেন তাঁরা। পুলিশ ইতিমধ্যেই নানা জায়গায় তল্লাশি শুরু করেছে। বেশ কিছু বিষমদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। ধরপাকড়ও জারি রেখেছে পুলিশ।