Barak UpdatesHappeningsBreaking News
সড়ক সংস্কারের দাবিতে ফের শিলচরে অবরোধ
ওয়ে টু বরাক, ৫ আগস্ট : শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত অস্থিচর্মসার রাস্তা সংস্কারের দাবিতে ফের আন্দোলনে নামলেন ভুক্তভোগী জনগণ। সোমবার শহরের রাধামাধব রোড পয়েন্টে জমায়েত হয়ে প্রতিবাদী জনগণ সড়ক অবরোধ করেন। এই আন্দোলনে এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ও যান চালকরা শামিল হন।
সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু শ্লোগান তুলে আন্দোলনকারীদের বক্তব্য, তারা কোনও রাজনৈতিক দলের পক্ষে এখানে আন্দোলনে নামেননি। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী মানুষের কথা চিন্তা করেই মাঠে নেমেছেন। ভাঙা রাস্তায় গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে অটোরিক্সা ও ই-রিকশা চালকদের। মুমুর্ষু রোগী নিয়ে এই রাস্তা দিয়েই যাওয়া-আসা করে অ্যাম্বুলেন্সগুলো। বৃষ্টি হলে জলকাদায় যেমন একাকার হয়ে পড়ে রাস্তা, তেমনি রোদের সময় ধুলোর জন্য পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীদের অবস্থা নাজেহাল হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা এদিন করা বার্তা দেন, সোমবার রাত থেকে যদি সড়কের সংস্কার কাজ শুরু না হয়, তবে মঙ্গলবার থেকে তারা লাগাতার আন্দোলন শুরু করবেন। অবরোধ স্থলে দাঁড়িয়ে ভুক্তভোগীরা এদিন শিলচরের সাংসদ ও বিধায়ককেও এক হাত নিয়েছেন। তাদের কথায়, শহরের মানুষ ভোট দিয়ে যাদের নির্বাচিত করলো, রাস্তার এমন বেহাল অবস্থায়ও তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না।