Barak UpdatesBreaking News
স্ত্রীর নাম নেই, সেবাকেন্দ্রে বৃদ্ধের মৃত্যুতে শোকস্তব্ধ বরাকWife’s name missing, husband lost life at NSK
৪ ডিসেম্বরঃ এনআরসি-র খসড়ায় স্ত্রীর নাম নেই। সেবাকেন্দ্রে জানতে গিয়েছিলেন, কী করা এখন। সেখানেই হৃদরোগে মারা গেলেন ৬৫ বছরের বৃদ্ধ মহিবুর রহমান। এই ঘটনায় বরাক উপত্যকা জুড়ে শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। মৃতদেহ পাথারকান্দির নয়াগ্রামের বাড়িতে পৌঁছতেই গোটা এলাকা শোকবিহ্বল হয়ে পড়ে। পাশাপাশি এনআরসি প্র্রক্রিয়া ও এনএসকে-তে কর্মরতদের বিরুদ্ধে ক্ষোভ তীব্রতর হয়ে ওঠে।
এলাকাবাসীর বক্তব্য, মহিবুর রহমানের স্ত্রী রেণু বিবির নাম না ওঠার কারণ ছিল না। কারণ রেণু বিবির নামে ১৯৬৩ সালে জমি কেনা হয়েছিল। প্রথমেই এনআরসি-র আবেদনের সময় সেই জমির দলিল জমা দেওয়া হয়েছে। কিন্তু মহিবুর রহমান ও ছেলে-মেয়ে সকলের নাম উঠলেও এনআরসি-তে রেণু বিবির নাম নেই। সে ব্যাপারে কী এখন করণীয়, তা জানতেই সোমবার সেবাকেন্দ্রে গিয়েছিলেন ৬৫ বছরের অশিক্ষিত কৃষক। কিন্তু সেবাকেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, ওই দলিলে আর হবে না। এখন জমা দিতে হলে অন্য কোনও নথি লাগবে। সে কথা শোনামাত্র সেবাকেন্দ্রেই পড়ে যান তিনি। গ্রামবাসীরা দ্রুত তাঁকে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তাররা হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।
December 4: The name of his wife was not included in the final draft of NRC published on 30 July 2018. Her 65-year old husband Mahibur Rehman went to NRC Seva Kendra (NSK) in Nayagram village in South Karimganj on Monday to know what to do. He, however, suffered a heart attack and died over there. Local people alleged that even after submitting all the requisite documents, Mahibur’s wife’s name was not enlisted in the final draft of the NRC. Unable to sustain further mental agony, the man collapsed. This has resulted in a tensed atmosphere over there.