Barak UpdatesHappeningsBreaking News
স্মার্ট মিটার : ১৯ সেপ্টেম্বরের গণমিছিলে যোগ দিতে ফোরাম ফর স্যোশাল হারমনির আহ্বান
ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর : ঘরে ঘরে স্মার্ট মিটার বসিয়ে জনগণের টাকা লুন্ঠনের প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর বেলা এগারোটায় শিলচরের নরসিংটোলা ময়দান থেকে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন আহুত গণ মিছিলে কাছাড় জেলার নাগরিকদের যোগদান করতে আহ্বান জানিয়েছে ফোরাম ফর স্যোশাল হারমনি, শিলচর। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়, এই সর্বনাশা স্মার্ট মিটার রাজ্যের সাধারণ মানুষের টাকা লুঠ করছে। বিদ্যুৎ খন্ডের বেসরকারিকরণের অন্যতম পদক্ষেপ হচ্ছে প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন করা। কেন্দ্র সরকার করোনা কালের শেষের দিকে বিদ্যুৎ গ্রাহকদের সাথে কোনও ধরনের আলাপ আলোচনা না করে একটি গেজেট নোটিফিকেশন ২০২১ সালের ১৭ আগষ্ট জারি করে স্মার্ট মিটার বসানোর নির্দেশ জারি করে। যদিও সেই নির্দেশনায় ছিল স্মার্ট মিটার প্রথমে সরকারি কার্যালয়, উদ্যোগ, কারখানা, ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রথমে বসাতে হবে। কিন্তু আসাম সরকার সেই নির্দেশনাকেও অমান্য করে সাধারণ জনগণের ঘরে ঘরে স্মার্ট মিটার বসানো শুরু করে দেয়। এই মিটারগুলো খারাপ হয়ে গেলে এর দায়িত্ব এপিডিসিএল নেয় না। ফলে ভবিষ্যতে জনগণের সমস্যা আরও বাড়বে। জনগণ এসব বুঝতে পেরে স্মার্ট মিটারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কোথাও কোথাও মানুষ স্বতস্ফূর্তভাবে ভাবে স্মার্ট মিটার খুলে ফেলে দিচ্ছেন। জনগণ বুঝতে পেরেছেন যে, প্রিপেড স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ডিজিটাল পদ্ধতিতে লুট করার জন্য। বিশেষ করে দেশের কর্পোরেটদের হাতে বিদ্যুৎ বিতরণ বিভাগকে তুলে দিতে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। সর্বনাশা এই মিটার সাধারণ শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থ লুন্ঠন করছে। এই স্মার্ট মিটার আন্দোলনের মাধ্যমে প্রত্যাহার করাতে না পারলে ভবিষ্যতে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার থেকে বঞ্চিত হবেন। অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির অন্যতম অংশীদার হিসাবে ফোরাম ফর সোস্যাল হারমনি , শিলচর আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় শিলচরের নরসিংটোলা ময়দান থেকে যে গণ মিছিল বের হবে তাতে সবাইকে যোগদান করতে আহ্বান জানায়।