NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

স্মার্টমিটার নিয়ে উত্তপ্ত বিধানসভা, বিরোধীদের ওয়াকআউট

ওয়েটুবরাক, ২২ আগস্ট : স্মার্টমিটার নিয়ে আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্রথমদিনেই উত্তপ্ত হয়ে ওঠে৷ বৃহস্পতিবার তীব্র প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধীরা৷ বেরিয়েও হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্মার্টমিটারের প্রতিবাদ জানান৷ কংগ্রেস ছাড়াও ইউডিএফ, সিপিএম, রাইজর দল তাতে সামিল হয়৷ তাঁদের অভিযোগ, স্মার্টমিটার লুণ্ঠন করে চলেছে৷ বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, “এমন এক ইস্যু নিয়ে আলোচনার সুযোগ দিলেন না অধ্যক্ষ৷ তাই ওয়াকআউট করলাম৷”  বিধায়ক অখিল গগৈও স্মার্ট মিটারের তীব্র সমালোচনা করেন৷ তিনি এ দিন স্মার্ট মিটার ও হ্যারিকেন হাতে নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেন৷ তিনি বলেন, এগুলি ইন্টেলিয়া কোম্পানির স্মার্টমিটার৷ এ গুলি লাগালে আমাদের হ্যারিকেনের যুগে ফিরে যেতে হবে৷
ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম জমি ক্রয়বিক্রয়ে হিন্দু-মুসলমান করা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ আনেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker