NE UpdatesBarak UpdatesHappenings
স্বাস্থ্য দফতরের তৃতীয় শ্রেণির নিয়োগে পরীক্ষাকেন্দ্র নেই বরাকে! ক্ষুব্ধ বিডিএফ
২৯ ডিসেম্বর: তৃতীয় শ্রেণীর ২০২টি পদে নিয়োগের জন্য রাজ্য স্বাস্থ্য দফতর লিখিত পরীক্ষা নিচ্ছে৷ পরীক্ষা হবে আগামী ৩ জানুয়ারি৷ সোমবার থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড পাঠানো শুরু হয়েছে৷ কিন্তু বরাক উপত্যকায় কোনও পরীক্ষাকেন্দ্র নেই৷ এখানকার আবেদনকারীদের ব্রহ্মপুত্র উপত্যকার পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় বসতে হবে৷
এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ তাঁদের দাবি, ৩ জানুয়ারির আগে বরাকেও এই নিযুক্তির পরীক্ষাকেন্দ্র ঘোষণা করতে হবে৷ এ ছাড়া, বরাক উপত্যকার শূন্য পদগুলিতে স্থানীয়দের নিযুক্তি দিতে হবে৷
সভাপতি প্রদীপ দত্তরায় বলেন, কোভিড পরিস্থিতির জন্য রেল বা সড়কপথে গুয়াহাটি যাওয়ার নানা সমস্যা। শিলচর থেকে বর্তমানে সরাসরি একটাই ট্রেন গুয়াহাটি যাচ্ছে। তার ওপর বরাকের বেকার ছেলেমেয়েদের এই পরীক্ষার জন্য বাইরে যাওয়া এবং থাকা-খাওয়ার জন্য আর্থিক মাশুল গুনতে হবে। একে তিনি অন্যায় বলে মনে করেন৷
প্রদীপবাবু আরও বলেন, ইদানীং যত নিয়োগ হয়েছে তাতে এই উপত্যকার ছেলে-মেয়েদের নিযুক্তির হার অত্যন্ত কম।
তার কথায়, “এভাবে বরাক উপত্যকায় কোনও পরীক্ষাকেন্দ্র ধার্য না করার বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে, এই সব পদে কত শতাংশ নিযুক্তি বরাক থেকে হবে ! ”
তিনি বলেন, যদি সরকার সত্যিই বরাকের ছেলেমেয়েদের প্রতি সহানুভূতিশীল হয় তবে আগামী ৩ জানুয়ারির আগে যাতে বরাক উপত্যকায় এই নিয়োগের পরীক্ষাকেন্দ্র ঘোষণা করা হয় এবং একই সঙ্গে বরাকের সমস্ত পদ স্থানীয় চাকরি প্রার্থীদের দিয়ে পূরণ করা হয়। অন্যথায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন ফ্রন্টের মিডিয়া সেল আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য ও হৃষীকেশ দে৷