Barak UpdatesHappeningsBreaking News
স্বাস্থ্যমন্ত্রীকে বরাকের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার দাবি জানাল থাউজেন্ড সায়ন্তন
ওয়েটুবরাক, ১৭ মেঃ থাউজেন্ড সায়ন্তনের এক প্রতিনিধি দল আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের সঙ্গে দেখা করেন। তাঁরা তাঁকে বরাক উপত্যকার স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে অবগত করান। শিলচর মেডিক্যাল কলেজের বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে, ক্যাথল্যাবের টেন্ডার ডাকার পর যে আর কোনও পদক্ষেপ হয়নি, নিউরো-সার্জিক্যাল চিকিৎসার কোনও ব্যবস্থা নেই, সে সব ব্যাপারে নতুন স্বা্স্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷
তাঁরা দাবি জানান, প্রতি বছর গুয়াহাটি মেডিক্যাল কলেজ থেকে যে দুইজন করে এমসিএইচ বের হন, তাঁদের রোটেশন ভিত্তিতে যেন শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এ ভাবে একজন কার্ডিও, একজন নিউরো বিশেষজ্ঞকে পাঠিয়ে এই সমস্যার আপাতত সমাধান করা যেতে পারে। নিউরো সার্জারির জন্য প্রয়োজনীয় অপারেশন থিয়েটার তৈরিরও দাবি জানানো হয়। এইমসের আদলে শিলচর মেডিক্যাল কলেজকে গড়ে তোলার জন্যও থাউজেন্ড সায়ন্তনের পক্ষ থেকে দাবি পেশ করা হয়।
কোভিড যে মাত্রায় এগোচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করে তাঁরা এই অঞ্চলের জন্য আরও আইসিইউ, অক্সিজেন ও কোভিড সেন্টারের ব্যবস্থা করতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানান। স্মারকপত্র প্রদানকালে মন্ত্রীর সঙ্গে সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়াও উপস্থিত ছিলেন৷