Barak Updates

স্বামী ও বিধায়ক ভাসুরের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এপিএসসি টপারের

২৯ ডিসেম্বরঃ স্বামী-ভাসুরের বিরুদ্ধে নিগ্রহ ও অপহরণের চেষ্টার অভিযোগ আনলেন এপিএসসি টপার মারিয়া তানিম। ভাসুর আবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আব্দুল আজিজ খান। ফলে অভিযোগ ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। মারিয়ার বাবা কুতুবুদ্দিন বড়ভুইয়া গুয়াহাটির লতাশিল আমবাড়ি থানায় তাঁদের বিরুদ্ধে এজাহার দাখিল করেন। অভিযোগ, সিভিল সার্ভিসে যোগ দেওয়ার লক্ষ্যে তাঁর মেয়ে গত বৃহস্পতিবার মেডিক্যাল টেস্টের জন্য যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে গেলে দুই ভাই আব্দুল আজিজ খান ও আজাদ খান সেখানে উপস্থিত হন। মারিয়াকে শারীরিক নিগ্রহ করে। তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। অন্যদিকে এআইইউডিএফ বিধায়ক আজিজ খান পুলিশে অভিযোগ দায়ের করেন, কুতুবুদ্দিন বড়ভুইয়া তাঁর ভ্রাতৃবধূকে আটকে রেখেছেন। আজাদ-মারিয়া যখন সুখে সংসার করছিলেন, তখনই তার মা একদিন তাদের হাইলাকান্দি জেলার লালার বাড়িতে  বেড়াতে নিয়ে যান। পরে তার বাবা মারিয়াকে আর যেতে দেননি। পুলিশ  জানিয়েছে, উভয় মামলার তদন্তে নেমেছেন তাঁরা। এ দিকে, বিধায়ক বা তাঁর ভাইকে সারাদিনেও ফোনে পাওয়া যায়নি। মোবাইল স্যুইচড অফ।

মারিয়া তানিম ২০১২ সালে আজাদ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের বছর তিনেক পর থেকেই পণ দাবির অভিযোগে তিনি আজাদের সঙ্গছাড়া। মারিয়া বাবার সঙ্গে গুয়াহাটিতেই থাকেন। তবে তাঁদের তালাকও হয়নি বলে জানা গিয়েছে। গত মাসে তিনি এপিএসসি-র মূল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলে খান পরিবার থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। তা দেখে অনেকে অনুমান করছিলেন, সম্পর্কটা তাহলে জোড়া লাগতে চলেছে। কিন্তু ঘটল তার উল্টোটাই!

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker