NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
স্বামীর পর করোনায় আক্রান্ত আসামফেরত মহিলা পর্যটকও
২০ মার্চ: আসাম ঘুরে ভুটানে গিয়ে যে মার্কিন পর্যটকের দেহে করোনা হয়েছিল, শুক্রবার তাঁর স্ত্রীর দেহেও সংক্রমণ ধরা পড়ে৷ ভুটান সরকার জানিয়েছে, বৃদ্ধের শরীরে করোনা ধরা পড়েছিল প্রথম পরীক্ষাতেই। কিন্তু মহিলার শরীরে রোগের কোনও লক্ষ্ণণ ছিল না। তিন বার পরীক্ষা করেও ওই মহিলার করোনার প্রমাণ মেলেনি। এ বার চতুর্থবারের পরীক্ষায় তাকে পজিটিভ বলে করা হল৷
গুয়াহাটি বিমানবন্দর থেকে ড্রুক এয়ারের বিমানে ২ মার্চ তাঁরা ভুটানে গিয়েছিলেন। ৫ মার্চ তাঁর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। মহিলার কিছুই হয়নি। তবু তাঁকে কোয়ারান্টিনে রাখা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পরে ৭৬ বছর বয়সী মার্কিন পর্যটককে গত সপ্তাহে আমেরিকা ফেরত পাঠানো হয়। কিন্তু শুক্রবার চতুর্থ দফার পরীক্ষার পরে মহিলার শরীরেও করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।