Barak UpdatesHappeningsBreaking News
স্নাতক ষষ্ঠ সেমিষ্টারের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা রাধামাধব কলেজে
ওয়ে টু বরাক, ১০ জুন ঃ রাধামাধব কলেজ ছাত্র সংসদের উদ্যোগে শুক্রবার কলেজ প্রেক্ষাগৃহে স্নাতক ষষ্ঠ সেমিষ্টারের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন কলেজ প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী। মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্তোষ বরা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বিদায়ী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অরুণাভ ভট্টাচার্য্য ছাত্র ছাত্রীদের ভবিষ্যত জীবনে সুনাগরিক হিসাবে গড়ে উঠার আহ্বান জানান। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কালীপদ দাশ বলেন, শুধু টাকা উপার্জনের জন্য পড়াশোনা নয়। ছাত্রছাত্রীরা যখন ভালো মানুষ হবে তখনই শিক্ষকদের পরিশ্রম সার্থক হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গানে শামিল হন কলেজ পড়ুয়ারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ছাড়াও ‘চলো বদলাই’ ব্যান-এর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শুরুতে কলেজ সংগীত পরিবেশন করেন উচ্চতর মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীরা।
উল্লেখ্য, এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জীবন দাশ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহুল চক্রবর্তী, সহকারী অধ্যাপক ড. সূর্য্যসেন দেব , মণিপুরি বিভাগের বিভাগীয় প্রধান ড. সি এইচ মণিকুমার সিনহা, ইতিহাস বিভাগের পারমিতা দে, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা শবনম শরংসা ও ড. নবনিতা দেবনাথ, বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আশিসতরু রায় ও অমর ঘোষ প্রমুখ। সামগ্রিক ভাবে গোটা অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাধামাধব কলেজ ছাত্র সংসদের সভাপতি হিরন্ময় মজুমদার, সাধারণ সম্পাদক অঙ্কিত দেব, উপ-সভাপতি অভিষেক রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী রুহিকা রায়।