NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
স্থানীয় স্তরে নিযুক্তি: ইউনানি রিসার্চ সেন্টারের উদ্বোধন করে হিমন্তকে ঠুকলেন সোনোয়াল
ওয়েটুবরাক, ২০ নভেম্বর : জেলা ভিত্তিক নিযুক্তির দাবিতে বরাক উপত্যকায় জোরালো আওয়াজ উঠেছে৷ এই ইস্যুতে বিডিএফের ডাকা বনধ স্বস্তঃস্ফূর্ত পালন করে বরাকবাসী তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিযুক্তি প্রক্রিয়ার হিমন্ত বিশ্ব শর্মার কৌশলের বিরোধিতা করলেন৷ দুদিনের বরাক সফরে এসে একেই একটু খুঁচিয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় আয়ুষ, জাহাজ ও বন্দর মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ শিলচরে রিজিয়নাল রিসার্চ ইনস্টিটিউট অব ইউনানি মেডিসিন-এর উদ্বোধন করে রবিবার সোনোয়াল বলেন, “আমি বিভাগীয় কর্তৃপক্ষকে বলেছি, এখানে যে সব নিযুক্তি হবে, যোগ্যতার ভিত্তিতে স্থানীয় যুবকদের নিযুক্ত করবেন৷ সে জন্য স্থানীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে কথা বলে নেবেন৷” পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং দুই সাংসদ রাজদীপ রায় ও কৃপানাথ মালাকে মঞ্চে রেখে জোর দিয়েই তিনি বলেন, স্থানীয় স্তরে নিযুক্তি হলেই ভালো৷
বিজেপির সর্বভারতীয় সর্বোচ্চ কমিটির সদস্য সর্বানন্দ সোনোয়াল এ দিন নিজেকে বরাকের মানুষের আবেগে বিশেষ গুরুত্ব প্রদানের চেষ্টা করেন৷ বেশ কিছু কথা বাংলায় বলার চেষ্টা করেন৷ বলেন, “আপনারা সবাই ভালো থাকুন, সুস্বাস্থ্য থাকুন, শক্তিশালী হয়ে থাকুন৷”
আয়ুষ মন্ত্রকের বিশেষ সচিব প্রমোদকুমার পাঠক, সেন্টার অব কাউন্সিল রিসার্চ ইনস্টিটিউট অব ইউনানি মেডিসিনের ডিরেক্টর জেনারেল ডা. আসিম আলি খান, বিধায়ক মিহিরকান্তি সোম, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর, জেলাশাসক রোহনকুমার ঝা, এনপিসিসির জেনারেল ম্যানেজার ওয়াইএন সিং, নতুন প্রতিষ্ঠানটির ইনচার্জ আক্তার হোসেন জামান প্রমুখ উপস্থিত ছিলেন৷
Speaking at the inaugural function of Regional Research Institute of Unani Medicine (RRIUM) in Silchar. https://t.co/OZ8F6f6th4
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) November 20, 2022
সাংসদ তথা অস্থিরোগ বিশেষজ্ঞ রাজদীপ রায় ইউনানির উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ বলেন, ধীরে ধীরে মানুষের মানসিকতা বদলাচ্ছে৷ এখন আবার অনেকেই বিকল্প চিকিৎসায় গুরুত্ব দিচ্ছেন৷
করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা অভিযোগ করেন, বরাক উপত্যকার ইউনানি কেন্দ্র প্রথম চালু হয়েছিল করিমগঞ্জ৷ পরে একে সরিয়ে শিলচরে নিয়ে আসা হয়৷ তিনি করিমগঞ্জে নতুন করে আয়ুষ চিকিৎসালয় স্থাপনের দাবি জানান৷ পরে তিনি এ সংক্রান্ত এক স্মারকলিপিও কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়ালের হাতে তুলে দেন৷