NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
স্টেশনে শৌচাগার ব্যবহারে জিএসটি! গুজব ওড়াল রেলবিভাগ
ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর : রেলস্টেশনের ওয়েটিং রুমে শৌচাগার ব্যবহার করলে একশো টাকা ফি৷ সঙ্গে ১২ শতাংশ জিএসটি৷ এমন কথায় শনিবার সামাজিক মাধ্যম সরগগরম হয়ে ওঠে৷ মন্তব্য, হাসিঠাট্টা, রাগক্ষোভ, সমালোচনায় কাটে গোটা দিন৷ এমনকী কিছু বৈদ্যুতিন মাধ্যমও যাচাই না করে এই সংবাদ সম্প্রচার করে৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ অফিসার সব্যসাচী দে জানান, একদম ভুয়ো খবর৷ বুঝে, না বুঝে গুজব রটানো হচ্ছে৷
সব্যসাচী বলেন, রেলস্টেশন বা ওয়েটিং রুমের শৌচালয় ব্যবহারের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি৷ আগে যেমন ছিল, তেমনই চলছে৷ জিএসটি দিতে হচ্ছে কেবল এগজিকিউটিভ লাউঞ্জ ব্যবহার করলে৷ তাও দুই ঘণ্টার অতিরিক্ত সময় ব্যবহার করলে৷ সব্যসাচী জানান, যাত্রীদের এগজিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেশে শুধু বড় বড় কয়েকটি স্টেশনেই রয়েছে৷ সেগুলি মূলত বিদেশিরাই ব্যবহার করেন৷ তাই সাধারণ জনতার এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলেই জানান তিনি৷