India & World UpdatesSportsBreaking News
সৌরভই হবেন বাংলায় বিজেপির মুখ!
২৯ ডিসেম্বরঃ কলকাতায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা যেতে না যেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা। রাজনৈতিক মহলে তো বটেই, বাংলার সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, সৌরভ গঙ্গোপাধ্যায় কি সত্যিই রাজনীতিতে আসছেন? বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির মুখ হতে চলেছেন?
সোমবার ফিরোজ শাহ কোটলা (যার নতুন নাম অরুণ জেটলি স্টেডিয়াম) স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তি বসে। সেখানেই অমিত শাহ ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে একান্তে অনেকটা সময় কথা বলতে দেখা যায়। কী এত কথা হল দুজনে? রাজনীতিতে আসতে সম্মত হয়েছেন সৌরভ? দুজনের কেউ স্পষ্টভাবে কিছু বলেননি। সৌরভ শুধু বললেন, ‘‘রাজ্যপাল যদি দেখা করতে চান, যেতেই হয়। ব্যাপারটা সে ভাবেই দেখুন না।’’
অতীতে বেশির ভাগ ক্ষেত্রে তিনি সরাসরি বলেছেন, রাজনীতিতে প্রবেশ করতে আগ্রহী নন। এ বার তেমন অনিচ্ছার কথা তাঁর মুখ থেকে শোনা যায়নি।
বিজেপি কি সৌরভকে একুশের ভোটে সম্ভাব্য ‘মুখ্যমন্ত্রী মুখ’ হিসাবে তুলে ধরবে? পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘তার আগে তো তাঁকে বিজেপিতে যোগ দিতে হবে এবং দলে কাজ করতে হবে। তার পর তো সেই সব প্রশ্ন!’’