Barak UpdatesHappeningsCulture
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে রূপমের শোক
১৫ নভেম্বর: সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শিলচরের রূপম সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে৷ সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, “আমরা ভারতীয় চলচ্চিত্রও নাট্যজগতের একজন কিংবদন্তি বরণীয় স্মরণীয় শিল্পীকে হারালাম।”
রূপম সাংস্কৃতিক সংস্থার আমন্ত্রণে দুবার তিনি শিলচর এসেছিলেন। ১৯৯৯ সালে রূপম কার্যালয় তাঁর হাতেই উদ্বোধন হয়েছিল। তাঁর উদ্বোধনী ভাষণের উল্লেখ করে নিখিলবাবু জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় সে দিন বলেছিলেন, বরাকের ভাষা ও সংস্কৃতি পশ্চিমবঙ্গের জন্য দৃষ্টান্ত হতে পারে৷ রূপমের কর্মকাণ্ড দেখে খুবই খুশি হয়েছিলেন তিনি। তারপর দ্বিতীয়বার যখন আমন্ত্রণ করা হয়েছিল, এক কথায় তিনি রাজি হয়ে গিয়েছিলেন।
খুবই অমায়িক, ভদ্র ও মিষ্টভাষী লোক ছিলেন। রূপম কর্তাদের কথায়, তাঁর প্রয়াণে নাট্য ও চলচ্চিত্র জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোনদিন পূরণ হবার নয়।