NE UpdatesHappeningsBreaking News
সোনা পাচার : গুয়াহাটতে এনআইএ-র তল্লাশি
২৯ অক্টোবর : দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা নয়া দিল্লির অবৈধ সোনা সরবরাহ মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার গুয়াহাটির ৪টি স্থানে ব্যাপক তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। একইসঙ্গে এনআইএ মহারাষ্ট্রের সাংলিতেও অভিযান চালায়। তদন্তকারী সংস্থা গুয়াহাটির চারটি স্থানে তল্লাশি চালানোর সময় বহু আপত্তিজনক নথিপত্র বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি কিছু ইলেকট্রনিক সামগ্রীও জব্দ করা হয়েছে।
এনআইএ-র একটি সূত্র জানিয়েছে, যেসব স্থানে তল্লাশি চালানো হয়েছে, সেই স্থানগুলোর সঙ্গে নেপাল, মায়ান্মার ইত্যাদি স্থানের অবৈধ সোনা ব্যবসায়ীর সম্পর্ক থাকার ব্যাপারে সন্দেহ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে নয়া দিল্লির রেলস্টেশন থেকে ৮৩.৬২১ কিলোগ্রাম অবৈধ সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। এই সোনার বর্তমান বাজারমূল্য ৪২.৮৯ কোটি টাকা হবে বলে ধারণা করা হয়। তদন্তকারী সংস্থা এই সোনাগুলো জব্দ করার পর মামলা দায়ের করে এর সঙ্গে জড়িত সন্দেহে মোট ৮ জনকে গ্রেফতার করে।
তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানান, এই অবৈধ সোনা নেপাল, ভুটান ও মায়ান্মার থেকে গুয়াহাটির হয়ে নয়া দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। ওই আধিকারিক জানান, জম্মু কাশ্মীরের মতো রাজ্যের একাংশ এনজিও দাতব্য প্রতিষ্ঠানের নামে অর্থ সংগ্রহ করে তা সন্ত্রাসবাদী সংগঠনের কাছে পাঠায়।