NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
সোনাই মডেলে রাজ্যে ৭ আসনে মুসলমান প্রার্থী দেবে বিজেপি
১৮ ডিসেম্বর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাতটি আসনে মুসলমান প্রার্থী দেবে বিজেপি৷ শিলচরে এসে এ কথা ঘোষণা করেছেন দলের প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস৷ সোনাইকে মডেল ধরে সংখ্যালঘু ভোট এবং আসন দুই নিজেদের অনুকূলে আনতে চায় গেরুয়া দলটি৷ মুসলমানবিদ্বেষী তকমা ঝেড়ে নির্বাচনী প্রচারে বেশি করে বলতে চাইছেন, সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস৷
রঞ্জিত দাসের বক্তব্যে সোনাই বিধানসভা আসনে ডেপুটি স্পিকার আমিনুল হক চৌধুরীর ২১-র টিকিট পাকা হয়ে গেল৷ এই কথাটা অবশ্য দুইদিন আগে প্রকাশ্য সভায় ঘোষণা করেছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক, সাংসদ ডা. রাজদীপ রায়৷
আমিনুলবাবুর প্রার্থিত্ব চূড়ান্ত বলে ধরে নেওয়া গেলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে রঞ্জিত দাসের বক্তব্য, টিকিট প্রদেশ সভাপতি বা মুখ্যমন্ত্রী বা নাডা-র আহ্বায়ক দেবেন না৷ টিকিট দেওয়া একটি প্রক্রিয়া মেনে, চার দফা সমীক্ষার মাধ্যমে৷ একটি সমীক্ষা প্রদেশ বিজেপি করে নিয়েছে৷ বাকি তিনটি সমীক্ষা করাবে সর্বভারতীয় কমিটি৷ সমীক্ষকরা তৃণমূল স্তরে কথা বলবেন, সম্ভাব্য প্রার্থীদের জয়ের সম্ভাবনা খতিয়ে দেখবেন৷ এর পর সমস্ত রিপোর্ট পর্যালোচনা করেই টিকিট প্রদান করা হবে৷
সাতদিনের বরাক উপত্যকা সফরের শুরুতেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে রঞ্জিতবাবু বলেন, গৌতম রায় বা কারও ক্ষেত্রেই আলাদা কোনও বিষয় নেই৷ সবাইকেই চার দফা সমীক্ষায় পাশ করতে হবে৷
তাঁর দাবি, প্রার্থী যেখানে যিনিই হোন না কেন, রাজ্যে বিজেপির আসন বাড়বে, আসন বাড়বে বরাকেও৷ এআইইউডিএফের সঙ্গে কংগ্রেসের মাখামাখির দরুন বাড়তি ফয়দা মিলবে তাঁদের৷