Barak UpdatesHappeningsBreaking News
সোনাইয়ে ধসে মৃত এক, নিখোঁজ আরও এক
ওয়েটুবরাক, ২০ মার্চঃ সোনাইয়ে সোমবার ভূমিধসে একজনের প্রাণহানি ঘটেছে। তাঁর নাম গৌতম রবিদাস। জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, লব গোস্বামী নামেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই অঞ্চলে চারটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে প্রচুর গবাদি পশু সহ জীবজন্তু সমস্যায় ভুগছে। সংখ্যায় তা লক্ষাধিক।
এ সময়ে কাছাড়ের ৪৪৯টি গ্রাম বন্যায় আক্রান্ত। এর মধ্যে ১৫৪টি কাটিগড়ায়, ৮৫টি লক্ষ্মীপুরে, ৯৮টি শিলচরে, ৭৬টি সোনাইতে এবং ৩৬টি উধারবন্দে। মোট ২ লক্ষ ৭ হাজার ১৪৩ জন বন্যার কবলে পড়েছেন। তাদের মধ্যে ১৯৪৪৩ জনকে শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। কাছাড় জেলায় মোট ১২৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে জনসংযোগ কার্যালয় সূত্রে জানা গিয়েছে।
সরকারি সূত্রটি জানিয়েছেন, সোনাইয়ের বিভিন্ন শিবিরে আশ্রিতদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতটি মেডিক্যাল টিম ঘুরে বেড়াচ্ছে।