Barak UpdatesHappeningsCultureBreaking News
সৈয়দ মুজতবা আলির জন্মদিন পালন বাংলা সাহিত্য সভার
ওয়ে টু বরাক, ১৫ সেপ্টেম্বর : ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ডাঃ ভাষ্কর নাথের ‘স্বস্তিসুধা’ বাসভবনে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সাহিত্য সভা আয়োজন করে দিকপাল সাহিত্যিক সৈয়দ মুজতবা আলির জন্মদিন। উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর সৈয়দ মুজতবা আলির জন্মদিনকে সাহিত্য দিবস হিসেবে পালন করার অঙ্গীকার নিয়ে রাজ্যের বিভিন্ন শাখায় দিনটি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আলি সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রথমে কিশোর অর্কদ্যুতি দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে শ্রদ্ধা নিবেদন করে। তবলায় সহযোগিতা করেন তার দাদা অরুণাংশু নাথ। নজরুলের একটি কীর্তনাঙ্গের গান পরিবেশন করেন সুমিতা ভট্টাচার্য। বিক্রমজিৎ বাউলিয়া লোকসঙ্গীত গেয়ে শোনান। আবৃত্তি ও কবিতা পাঠে ছিলেন ইন্দ্রাণী ভট্টাচার্য, নিবেদিতা চক্রবর্তী ও শর্মিষ্ঠা দেব পুরকায়স্থ।
অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন সুভদ্রা ভট্টাচার্য। সৈয়দ মুজতবা আলির বৈচিত্র্যময় সাহিত্য জীবনের ছবি বাঙ্ময় হয়ে ওঠে অসিত চক্রবর্তী ও ড. বরুণজ্যোতির বক্তব্যে। সবশেষে সাধারণ সম্পাদক সংহিতা দত্ত চৌধুরী আশা প্রকাশ করেন, একদিন এই দিবস সব রাজ্যে বাঙালি সংগঠন পালন করবে সাহিত্য দিবস হিসেবে।
ঘরোয়া পরিবেশে ছিমছাম এই মনোরম অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্য কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিক্রমজিৎ বাউলিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়তনু গোস্বামী,পার্থ দাস প্রমুখ।