Barak UpdatesHappeningsBreaking News
সেলফ অ্যাসেসমেন্ট ফরম জমা না দিতে বলল জেলা কংগ্রেস
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর : শিলচর পুরসভার অন্তর্গত পুর নাগরিকদের প্রতি সনির্বন্ধ অনুরোধ করছি যে,
শিলচর পুরসভার পক্ষ থেকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করে তাদের অফিসে জমা করার যে নির্দেশ জারি করা হয়েছে, একে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান তমালকান্তি বণিক৷ তিনি বলেন, এই ফর্মের হিসাবে পুরকর ধার্য হলে বর্তমানে যারা বছরে ১০০০ টাকা পুরকর দেন, তাদের ২০ গুণ অর্থাৎ ২০ হাজার টাকা বছরে পুরকর দিতে হবে৷
জনগণের ভোটে নির্বাচিত পুরোবোর্ড যতদিন পর্যন্ত গঠিত হচ্ছে না, ততদিন পর্যন্ত কোনও ধরনের পুর-কর বৃদ্ধি করা চলবে না বলে তমাল জানিয়ে দিয়েছেন৷
‘শিলচর শহর কংগ্রেস’ এর আহ্বানে ইতিমধ্যেই অবশ্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন, বিজ্ঞান বিষয়ক সংগঠন, ব্যবসায়িক সংগঠন, সমাজ কর্মী সহ পুর এলাকার বিশিষ্টজনদের নিয়ে গঠিত হয়েছে ‘নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ, শিলচর ‘।
এই মঞ্চ শিলচর পুরসভার অমানবিক ও বেআইনি ফরমানের বিরুদ্ধে লড়াইয়ের সর্বোচ্চ স্তর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ৷ প্রয়োজনে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জেলা কংগ্রেস সমিতি জানিয়েছে৷
তমাল বলেন, “প্রলয়ঙ্করী বন্যায় বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত সবাই। এই পরিস্থিতিতে পুরসভার অন্যায় ফরমান মেনে ট্যাক্স বৃদ্ধির জন্য কোনও কাগজ আমরা পুরসভায় জমা করবো না, এই হোক বর্তমান সময়ে আমাদের শপথ৷”