Barak UpdatesHappeningsBreaking News
সেরা পরিচালক ও সেরা অভিনেতার জোড়া খেতাব বিশ্বজিতের
ওয়ে টু বরাক, ২১ মার্চ : রূপম আয়োজিত নাটক প্রতিযোগিতায় এ বার সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নাট্যাঙ্গনের বিশ্বজিত দত্ত। যশোদা নাটকের জন্য পদক ও শংসাপত্র প্রদানের পাশাপাশি তাঁকে নগদ ১০০১ টাকা দিয়ে সম্মানিত করা হয়েছে। দ্বিতীয় শ্রেষ্ঠ পরিচালক নান্দনিকের দীপঙ্কর চন্দ। তিনিও পেয়েছেন ‘সিকিউরিটি’ নাটকের জন্য পদক, শংসাপত্র সহ নগদ ১০০১ টাকা। তৃতীয় শ্রেষ্ঠ পরিচালক দশরূপকের চিত্রভানু ভৌমিক ( নাটক শেকড় সন্ধানে)। চতুর্থ শ্রেষ্ঠ পরিচালক আজকের প্রজন্মের সায়ন বিশ্বাস ( নাটক তিনপুতুলের গল্প)।
শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন নাট্যাঙ্গনের বিশ্বজিত দত্ত। যশোদা নাটকে তাঁর চরিত্র ছিল নিতাই। তিনিও পদকের সঙ্গে ১০০১ টাকা পেয়েছেন। দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা মেহেরপুর নয়া গ্রুপের মিঠুন রায়। তিনি ‘চিটা’ নাটকে শয়তান চরিত্রে অভিনয় করেন। তৃতীয় শ্রেষ্ঠ অভিনেতা লামডিঙের দৃষ্টিকোণ দলের সুশান্ত দেশমুখ্য। তিনি ‘টাপুর টুপুর’ নাটকে বেণীমাধব চরিত্রে অভিনয় করেছেন। চতুর্থ শ্রেষ্ঠ অভিনেতা শান্তিপুর সাজঘরের শমিত বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রটি ছিল ‘সামান্য ক্ষতি’ নাটকে দীনেশ বাবু।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চের দেবব্রত কানুনগো। তিনি ‘গরম ভাত’ নাটকে পবন চরিত্রে অভিনয় করেছেন। দ্বিতীয় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পশ্চিমবঙ্গের শৌভিক সাংস্কৃতিক মঞ্চের গৌতম মুখোপাধ্যায়। তিনি ‘ধৃতরাষ্ট্র’ নাটকে জামীর চরিত্রে অভিনয় করেন। তৃতীয় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হালিশহর খেয়ার অনিমেষ ভট্টাচার্য। তিনি ‘তাহার নামটি রঞ্জনা’ নাটকে পণ্ডিত চরিত্রে অভিনয় করেন।