Barak UpdatesHappeningsBreaking News
সেপ্টেম্বরে হিন্দি পক্ষ, শিলচরেও প্রস্তুতি
ওয়েটুবরাক, ২৮ আগস্ট : শিলচরের হিন্দিভাষী সংগঠনগুলি হিন্দি পক্ষ উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে৷ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই উপলক্ষে অনুষ্ঠিত হবে নানা অনুষ্ঠান, আলোচনা, বক্তৃতানুষ্ঠান৷ থাকবে কবি সম্মেলন, বিভিন্ন রকমের প্রতিযোগিতা, সম্মাননা প্রদান ইত্যাদি৷
এই বছরের হিন্দি পক্ষকে সফল করে তুলতে হিন্দিভাষী সমন্বয় মঞ্চ ও অন্যান্য সংগঠনের উদ্যোগে গত ২৩ আগস্ট ঘুংঘুর দুর্গামণ্ডপে এক সভা অনুষ্ঠিত হয়৷ বৈকুণ্ঠ গোয়ালা তাতে পৌরোহিত্য করেন৷ দীর্ঘক্ষণ আলোচনা শেষে একটি উদযাপন কমিটি গঠন করা হয়৷ তাতে মূল দায়িত্ব প্রদান করা হয়েছে দিলীপ কুমার, সুভাষ চৌহান, রাম নারায়ণ নুনিয়া, রাজেন্দ্র পাণ্ডে, রাম সিংহাসন চৌহান, গণেশলাল ছেত্রি, ডা. রীণা সিংহ, রাজেন কোঁয়র, শ্যামু যাদব, জওহরলাল পান্ডে, শিবকুমার জি, কল্যাণ হাজাম ও রিতেশ নুনিয়াকে৷
এই বৈঠকে আগামী ১৪-১৫ সেপ্টেম্বর সুরাটে আয়োজিত অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে এই অঞ্চল থেকে দুইজন প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ প্রতিনিধি হিসাবে দিলীপ কুমার ও রিতেশ নুনিয়াকে মনোনীত করা হয়৷ আগামী ৩ সেপ্টেম্বর ঘুংঘুর দুর্গামণ্ডপেই হিন্দি পক্ষ উদযাপনের প্রস্তুতি বিষয়ক পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে এই দিনের বৈঠকেই সিদ্ধান্ত হয়৷
বৈঠকে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গোরক্ষা সর্বভারতীয় সচিব উমেশ চন্দ্র পড়োয়াল গোরক্ষা বিষয়ের ওপর আলোচনা করেন৷ এ ছাড়াও উপস্থিত ছিলেন সংঘের আরও দুই কর্মকর্তা দিলীপ দেব ও রিতেশ দাস৷