India & World UpdatesHappeningsBreaking News
সেপ্টেম্বরেই আসন সমঝোতা, সিদ্ধান্ত ইন্ডিয়ার নেতাদের
ওয়েটুবরাক, ৩১ আগস্ট: বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছে বিরোধী জোটের তৃতীয় বৈঠক। চলবে শুক্রবার পর্যন্ত।
প্রতিটি কেন্দ্রে বিরোধী জোটের একজন করে প্রার্থী বিজেপির বিরুদ্ধে ভোটে লড়বেন। এই ভাবেই আসন বিন্যাস করা হতে পারে। পটনা এবং বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে প্রাথমিক ভাবে এমন আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে বুধবার এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছিলেন, ‘‘আসন সমঝোতা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। তবে এই নিয়ে আলোচনা হতে পারে।’’ সূত্রের খবর, মুম্বইয়ে বৈঠকের প্রথম দিন এই নিয়ে ঘরোয়া ভাবে আলোচনা হয়েছে। আর তার পরই ঠিক করা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।