NE UpdatesHappeningsBreaking News
সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে ত্রিপুরায় তিন শ্রমিকের মৃত্যু
ওয়েটুবরাক, ১৪ জুলাই: পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে তিনজন শ্রমিক প্রাণ হারান। তাঁরা হলেন আব্দুল কালাম শেখ(২৯), সাইদুল ইসলাম(১৯) এবং ভজন সিং(৪০)৷ আব্দুল কালাম ও সাইদুলের বাড়ি অসমে ৷ ভজন দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুমের বাসিন্দা৷ রতন দে (২৮) নামে আর একজন গুরুতর অসুস্থ হয়েছেন৷ তিনি সাব্রুম হাসপাতালে চিকিৎসাধীন। অসমের দুইজনের মৃতদেহ ময়না তদন্ত করার পরে বৃহস্পতিবারই প্রশাসনের তরফে তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। ভজনের দেহও পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম নগর পঞ্চায়েতের অন্তর্গত দমদমা এলাকায় পুলিশ কর্মী সুপ্রদীপ দে-র বাড়িতে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমেছিলেন শ্রমিকরা। প্রথমে একজন শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরে গিয়ে অস্বস্তি বোধ করেন। এরপরেই আরও তিনজন শ্রমিক সহ ভেতরে যান, তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।