India & World UpdatesHappeningsBreaking News
সেনামৃত্যুর কথা স্বীকার করল চিন
১৬ জুন: ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের জেরে চিনের সেনাও মারা গিয়েছে, এবারে তা স্বীকার করল চিন। আগে ভারতীয় সেনার এই দাবিকে খারিজ করে দিয়েছিল বেজিং। কিন্তু নিজেদের তরফে আরেক দাবি করে তাক লাগিয়ে দিয়েছে ড্রাগনরা। বেজিং দাবি করে বলেছে, লাদাখের গালওয়ান উপত্যকা নাকি চিনেরই অংশ। দেশের পিপলস লিবারেশন আর্মির পশ্চিম থিয়েটার কমান্ড ঝ্যাং শুইলি এই অযৌক্তিক ও হাস্যকর দাবি করেন। গালওয়ান উপত্যকার ওপর সার্বভৌমত্ব আমাদের, এমন মন্তব্য করেন পশ্চিম থিয়েটার কমান্ড। তিনি অভিযোগ করেন ভারতীয় সেনা কথার খেলাপ করায়ই সংঘর্ষ বাঁধে। এতে দুই সেনাতেই হতাহত হন।
তবে, ভারতের পক্ষে এক সূত্র জানায় সোমবার রাতের শারীরিক সংঘর্ষের জন্য দায়ী চিন। তাঁরা ভারতীয় সীমান্ত পেরিয়ে পোস্ট বানাতে চেয়েছিল। সেনাবাহিনী উপড়ে ফেলে দেয় সবকিছু। ইচ্ছে করে আলোচনার দিনই সেনা সরানোর কথা বলে রাতে আক্রমণাত্মক রূপ নেয় চিন। প্রতিরক্ষামন্ত্রক জানায়, হাতাহাতিতে এক কমান্ডিংঅফিসার সহ তিন ভারতীয় সেনা শহিদ হয়েছেন। চিনের দিকেও মৃত্যু হয়েছে। সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ভারত। বিভিন্ন সংবাদমাধ্যমে মৃতের সংখ্যা দু’পক্ষেরই অনেক বেশি উল্লেখ করা হচ্ছে। সীমান্ত বিবাদ নিয়ে উচ্চ পর্যায়ের একটি আলোচনার পর চিনের এমন আক্রমণের মেজাজ বেজিংয়ের দুমুখো নীতিরই প্রতিফলন বলছেন বিশ্লেষকরা।