India & World UpdatesHappeningsBreaking News
সুস্থ হয়েও ফের হিমাচল প্রদেশে আক্রান্ত করোনায়
১৯ এপ্রিল : সুস্থ হয়ে ওঠার পরেও ফের করোনা ভাইরাসে আক্রান্ত হলেন এক ব্যক্তি। শনিবার নতুন করে এই সংক্রমণের খবর এসেছে হিমাচল প্রদেশ থেকে। এ নিয়ে হিমাচল প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪০-এ পৌছল। জনৈক স্বাস্থ্য আধিকারিক জানান, সে রাজ্যের উনা জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পরও ফের আক্রান্ত হচ্ছেন। এমন মোট ৩ জন ব্যক্তি পুনরায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে বলা হয়েছে।
উনা জেলায় মোট ১৬টি সংক্রমণের ঘটনা রয়েছে। তালিকা অনুযায়ী, এঁদের মধ্য থেকে ২ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে গোটা রাজ্যের হিসেবে চাম্বা, কাঙরা ও সোলান জেলায় তিনজন করে করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। উনা জেলা থেকে সুস্থ হন ২ জন।
উনার জেলাশাসক সন্দীপ কুমার জানান, সর্বশেষ আক্রান্ত ব্যক্তির সঙ্গে তবলিগ-ই জামাত যোগ রয়েছে। অম্ব জেলার বাসিন্দা এই ব্যক্তি সম্প্রতি দিল্লির নিজামুদ্দিন থেকে ফিরেছেন। গত মার্চ মাসের ৮-৯ তারিখ তিনি জামাতে যোগ দিয়ে নিজের গ্রাম জামান কুয়ালিতে ফিরেছেন। জেলাশাসক বলেন, ‘মরকজ থেকে বাড়ি ফেরার এক মাস পর তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ায় সব্বাই বিস্মিত। তিনি হয়তো আরও অনেক ব্যক্তির সংযোগে এসেছেন। আমরা তাঁর সঙ্গে কার কার সংযোগ ঘটেছে, তা বের করার চেষ্টা করছি।’