Barak Updates
সুস্থ সংস্কৃতি চর্চায় ভয়ের পরিবেশ নেই রাজ্যেঃ সম্মিলিত মঞ্চ
২৮ ফেব্রুয়ারি : কোন কিছুকে ভয় পেয়ে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির উদ্যোগে শিলচরে বরাক সুরমা নাট্য উৎসব ২০১৯ বাতিল করা হয়নি। মঙ্গলবার শিলচরের রূপম সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের এক সভায় এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আশিস ভৌমিকের পৌরোহিত্যে মঞ্চের কার্যকরী সমিতির জরুরি বৈঠকে বিভিন্ন সদস্য আলোচনার পর জানান, সংবাদ মাধ্যমে যে ভয়ের কথা উল্লেখ করা হয়েছে তা একেবারেই ঠিক নয়। কারণ সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোনও ধরনের ভয়ের পরিবেশ এ রাজ্যে তৈরি হয়েছে বলে মঞ্চ মনে করে না। এ ধরনের সংবাদের এ দিন নিন্দা জানানো হয়।
বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দেশের সংবিধান ও প্রশাসনিক ব্যবস্থার ওপর আস্থা হারানো স্বঘোষিত কয়েকজন ব্যক্তির কিছু আলটপকা মন্তব্যের জন্য অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি সহ সহযোগী সংগঠনগুলোর এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ এই ভাবনা হীনমন্য সংস্কৃতি চর্চার জন্ম দেয় বলে মঞ্চ মনে করে। তাছাড়া একটি আন্তর্জাতিক উৎসব বাতিল হওয়ার পেছনে অন্য রাষ্ট্রের প্রতি কোনও ভুল বার্তা পৌছার সম্ভাবনা যেমন থাকে, তেমনি দুটি দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে এই আয়োজনের অন্যতম সহযোগী দল কোরাস ‘ভীত হয়ে অনুষ্ঠান বাতিল করার’ সিদ্ধান্তের নিন্দা জানানোয় মঞ্চ তাঁদের সাধুবাদ জানিয়েছে।
মঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশের সংবিধান, প্রশাসন ও সর্বোপরি দেশের আপামর জনগণের সুস্থ চিন্তার প্রতি আস্থাশীল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ভাষা শহিদের পবিত্র ভূমিতে সুস্থ ও সম্প্রীতির বাতাবরণে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে সংকল্পবদ্ধ।