Barak UpdatesHappeningsSportsBreaking News
সুবর্ণ জয়ন্তী বর্ষে গণসুরকে ডিএসএর আর্থিক অনুদান
ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারি : সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে গণসুর ক্লাবকে আর্থিক অনুদান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল শিলচর ডি এস এ। বুধবার আনুষ্ঠানিক ভাবে ক্লাব কর্তৃপক্ষের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এদিন সন্ধ্যায় গণসুর ক্লাবে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষের হাতে।
সভাপতি বিজয় খানের পৌরহিত্যে আয়োজিত সভায় শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন ক্লাব সদস্য জয়ন্ত কিশোর দাস। ক্লাবের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, সহকারী সচিব অজয় চক্রবর্তী, অরিজিৎ গুপ্ত, যাদব পাল, নিলয় পাল প্রমুখ কর্মকর্তাদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়।
বরিষ্ঠ সদস্য সুব্রত রায়ের সঞ্চালনায় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং ক্লাবের বিভিন্ন গঠনমূলক কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন।একটি ক্লাবের উন্নতিতে এই অর্থ যথেষ্ট নয় আগামী দিনে আরও আর্থিক সাহায্যের চেষ্টা থাকবে বলে জানান ডি এস এ সচিব। সভাপতি বাবুল হোড় গনসুর ক্লাবের অতীতের দিকগুলো তুলে ধরে বলেন সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে চলছে ক্লাবটি।
গণসুর ক্লাবের সঙ্গে বহুদিন থেকে একটা সুসম্পর্ক রয়েছে শিলচর ডি এস এর। সংস্থা বরাবরই ক্লাবের পাশে রয়েছে, বলেন ডিএসএর সভাপতি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সচিব রাজকুমার রায়, প্রাক্তন সভাপতি গৌরা চাঁদ রায়, প্রদীপ দাস, বিশ্বজিৎ রায়চৌধুরী, সদস্য তথা ক্লাব ওয়েসিসের সভাপতি, বিধান রায়, শ্রীবাস সাহা, প্রসেনজিৎ ভট্টাচার্য প্রাক্তন ক্লাব সচিব বিভাস রায় পার্থ বিশ্বাস শুভম কর, প্রচার সচিব দেবাশিস সোম প্রমুখ।