India & World UpdatesHappeningsBreaking News
সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ মুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
১১ মার্চ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের দুদিন পর মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। খানের গ্রেফতারকে বেআইনি বলে বর্ণনা করে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এনএবি-কে ইমরানকে মুক্তি দিতে বলে। শুনানির সময় প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা অন্য কোনও আদালত থেকে কোনও আসামিকে গ্রেফতার করা যাবে না। আদালতকে অসম্মান করা যাবে না।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, প্রধান বিচারপতি ইমরানের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। এ বিষয়ে ইমরান বলেন, ‘আমাকে গ্রেফতার করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছে। হেফাজতে মারধর করা হয়।’ প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আপনাকে মুক্তির নির্দেশ দিচ্ছি। কিন্তু আপনাকে গ্রেফতারের পর দেশে যে সহিংসতা হয়েছে তার নিন্দা জানাতে হবে।’
মুক্তির পর ইমরান বলেন, ‘আমাকে এমনভাবে গ্রেফতার করা হয়েছে যেন আমি একজন সন্ত্রাসী। অপরাধীর মতো আচরণ করা হয়েছে। লাঠি দিয়ে মারধর করা হয়। ১৪৫টির বেশি ভুয়া মামলা হয়েছে। আমাকে গ্রেফতারের পর দেশে কী হয়েছে জানি না। আমি চাই না দেশের পরিস্থিতির অবনতি হোক।’