Barak UpdatesHappeningsBreaking News
সুপ্রদীপ দত্তরায়ের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত
২৫ ফেব্রুয়ারি: ‘প্রথম পঞ্চাশ’৷ সুপ্রদীপ দত্তরায়ের প্রথম কাব্যগ্রন্থ৷ প্রকাশিত হল বৃহস্পতিবার৷
এ এক ভিন্ন ধরনের গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান৷ শিলচর শহরের আশীর্বাদ ভবনে কবিতাপ্রেমীরা উপস্থিত হলেও উন্মোচন হয় কবির বাসভবনে৷ তাঁর মা সুপ্রীতি দত্তরায় এর উন্মোচন করেন৷ সুপ্রদীপবাবু জানিয়েছেন, শারীরিক সমস্যার দরুন মায়ের আসা সম্ভব নয় বলেই মূল উন্মোচন পর্বটি হয় প্রেমতলার বাসভবনে৷
অনুষ্ঠানের শুরুতেই প্রারম্ভিক কথা বলেন সুপ্রদীপবাবু৷ তিনি জানান, সামাজিক মাধ্যমের বন্ধুরাই তাঁকে কবি করে তুলেছেন৷ এ দিন মঞ্চে আমন্ত্রণ জানিয়ে পুষ্পস্তবক ও ‘প্রথম পঞ্চাশ’ তুলে দেওয়া হয় বাপী দত্তরায়, বিজয়কুমার ভট্টাচার্য, দীপেন্দু দাস, মনমোহন মিশ্র, গৌরী দত্তবিশ্বাস, রথীন্দ্র চক্রবর্তী ও শেখর ভট্টাচার্যের হাতে৷ বাপী দত্তরায়, বিজয়কুমার ভট্টাচার্য, দীপেন্দু দাস এবং মৌটুসী বিশ্বাস সংক্ষেপে তাঁদের প্রতিক্রিয়া প্রকাশ করেন৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জয়শ্রী ভূষণ৷
সদ্যপ্রকাশিত ‘প্রথম পঞ্চাশ’ থেকে কবিতা পাঠ করে শোনান মনোজ দেব, প্রদীপ দাস, অর্পিতা নাথ, রাহুল দেব, শান্তনুস্বরূপ রায়, পম্পি চক্রবর্তী, পঞ্চতপা চৌধুরী ও এনায়তি দেব দত্ত৷